তথাকথিত সেক্যুলার গোষ্ঠী বাঙালী সংস্কৃতির নাম দিয়ে বাংলাদেশের মানুষের উপর পহেলা বৈশাখ চাপায় দিতেছে, এর ফল হিসেবে জাতি কি লাভ করতেছে ? নাচ-গান আমোদ প্রমোদ আনন্দ ফূর্তি ? কিন্তু এই সব আমোদ-ফূর্তি দিয়ে জাতি কি করবে ? এই প্রজন্ম জাতির কি উপকারে লাগবে ? দেশের একটা বিপদের সময় এরা কি জাতির সাহায্যে এগিয়ে আসবে ? আমার মনে হয় না।
একটা শ্রেণীকে আমরা প্রায় দেখি, মুক্তিযুদ্ধের কথা বলে এসব নাচ-গান-ফূর্তিকে চাপিয়ে দিতে চায়। কিন্তু যারা শীর্ষে থেকে এ কাজগুলো করে তারা নিজেরাই কি মুক্তিযুদ্ধ করেছিলো ?
যেমন ধরুন ড. জাফর ইকবাল। মুক্তিযুদ্ধের নামে বই লিখে কম টাকা কামাই করেনি। কিন্তু তিনি কি মুক্তিযুদ্ধ করেছিলেন ? ইতিহাস বলে, বয়স থাকার পরও মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করা তো দূরের কথা, উল্টো এলাকার মাদ্রাসায় ভর্তি হতে গিয়েছিলো, রাজাকারদের সমিহ অর্জন করতে। একইভাবে ড. আনিসুজ্জামান। জাতে ক্যালকেশিয়ান। হিন্দুদের পিটানী খেয়ে ৪৭ এ বাংলাদেশে এসেছিলো। কিন্তু আসার সময় সংস্কৃতির নামে হিন্দুয়ানী সংস্কৃতি নিয়ে এসেছে। নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করলেও ৭১ সালে পালিয়ে গিয়েছিলো মায়ানমারে। ইনু’রও একই অবস্থা। নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করে। অথচ ৭১ সালের মুক্তিযুদ্ধের পুরোটা সময় ভারতে কাটিয়েছে।
স্বাভাবিকভাবে একটা কথা উঠে, যে লোকগুলো নিজেরই মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধের সময় পালিয়ে ছিলো, তারা যে সংস্কৃতি আমদানি করছে সেটা পালন করে নতুন প্রজন্ম কি দেশের বিপদে এগিয়ে আসতে পারবে ? আমার মনে হয় না।
একটি বিষয়ে অবশ্য সবাই একমত হবেন, পহেলা বৈশাখ এখন তারাই পালন করছে, যারা ৩১শে ডিসেম্বর রাতে থার্টিফাস্ট নাইট পালন করে। তাদের কাছে বাঙালী সংস্কৃতি আর হিন্দি সংস্কৃতির মধ্যে তফাৎ বুঝে না। আমোদ-প্রমোদ আর নাচ-গান নিয়ে মেতে থাকা তাদের কাজ। হিসেব কষলে দেখা যায়, পহেলা বৈশাখ একটা জঞ্জাল প্রজন্ম তৈরী করছে, এর বেশি কিছু না।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment