অমঙ্গল শোভাযাত্রা নিয়ে চারুকলার পোস্টারে লালনের গান আর ছবি দেখে আমার ক্রিপ্টোগ্রাফীর কথা মনে পড়লো। ক্রিপ্টোগ্রাফী হচ্ছে "সাঙ্কেতিক উপায়ে তথ্য আদান বা প্রদানের ব্যাবস্থা"। এটা করা হয় এজন্য যে, ৩য় কোন ব্যাক্তি দুজন ব্যাক্তির সঞ্চালিত তথ্য ধরে ফেললেও যেন তথ্যের মর্মদ্ধার না করতে পারে। অর্থাৎ যে তথ্য পাঠাবে এবং এবং যে তথ্য পাবে তাদের একটা আলাদা ডিকশেনারী থাকবে। সেটা অন্যরা জানবে না, ফলে মাঝ দিয়ে তথ্য ফাঁস হলেও বোঝার উপায় নেই আসলে সে কি বলতে চেয়েছে। কিন্তু যার কাছে তাদের ডিকশেনারী থাকবে সেই কেবল ধরতে পারবে। যেমন ধরুন- পোস্টারে ব্যবহৃত লালনের কথা “মানুষ ভজলে সোনার মানুষ হবি” হচ্ছে এক ধরনের ক্রিপ্টোগ্রাফী। যে বাউল বলছে এবং যে শীষ্যের উদ্দেশ্যে বলা হচ্ছে, তারা উভয়ই বিষয়টি বুঝতে পারছে, কারণ তারা উভয়ই বাউল ডিকশেনারীর সম্পর্কে জানে। কিন্তু সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারছে না, এবং যে যার মত ব্যাখ্যা করছে। কিন্তু বাউল ডিকশেনারী (ড. আবদুল করিম মিঞা রচিত ‘বাউল-লালন পরিভাষাhttps://bit.ly/2GqhfbH))ঘেটে দেখা যাচ্ছে, বাউলদের বানানো এই ক্রিপ্টোগ্রাফীর মধ্যে অশ্লীল এবং কুরুচিপূর্ণ যৌনতার ইঙ্গিত আছে।
চারুকলার মঙ্গল শোভাযাত্রার সেই পোস্টারে লালনের শ্লোগানের নিচে চারটি পাখির ছবি এঁকেছে চারুকলার শিল্পী তরুণ ঘোষ। খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যায়, চারটি পাখির মাঝখানে ৪টি নারী জননাঙ্গের ছবি দেখা যায়্। লালনের গান- “মানুষ ভজলে সোনার মানুষ হবি”-এর অর্থও কিন্তু সেটা। অর্থাৎ একজন পুরুষ বাউলকে আহবান করা হচ্ছে নারীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে বাউল সাধণা বা বীর্য ধরে রাখার কৌশল রপ্ত করার জন্য। ছবির সাথে শ্লোগান হুবুহু মিলে যায়।
উল্লেখ্য, হিন্দু ও বাউল শ্রেণীর মধ্যে নারী জননাঙ্গ পূজার করার রীতি বেশ পুরাতন।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment