মুক্তিযুদ্ধের পরের বছর ৭২ সালে যে সংবিধান রচিত হয় সেখানে মূলনীতিতে কিন্তু মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি ছিলো না।
এই বিষয়টি আওয়ামী সরকার সংবিধান সংশোধন করে প্রথম সংযুক্ত করে ২০১১ সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের ৪০ বছর পর। সংবিধানের মূলনীতি হিসেবে যে ৪টি বিষয় (গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ) ছিলো, তার বৈধ করার জন্য মুক্তিযুদ্ধের আশ্রয় নেয়া হয়। মুক্তিযুদ্ধের সাথে সত্যিই যদি মূলনীতিগুলোর সম্পর্ক থাকতো, তবে মুক্তিযুদ্ধের পরের বছর সেটা ব্যবহার হতো, ৪০ বছর পর কেন সেই শব্দটা ব্যবহার করার প্রয়োজন পড়লো ? আমার যতদূর মনে পরে, আওয়ামীলীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসেও মুক্তিযুদ্ধের চেতনা কচলায় নাই। কিন্তু ২০০৮-০৯ এ ক্ষমতায় এসে সে নতুন করে এই স্বাধীনতা ব্যবসা তথা ফলস ভ্যালু চালু চর্চা শুরু করে।
‘ফলস ভ্যালু’ বা ‘ভুয়া মূল্যবোধ’ এর একটা সুবিধা হলো এর নির্দ্দিষ্ট কোন সংজ্ঞা বা পরিধি থাকে না। যেমন: আমরা যদি এখন বলি- আমরা ‘মুক্তিযুদ্ধের চেতনা’ অনুসরণ করবো ঠিক আছে। কিন্তু সেটার একটা নির্দ্দিষ্ট সংজ্ঞা বা পরিধি ঠিক করে দেন। কিন্তু এটা কিন্তু তারা করবে না। একটি বিষয়ে যখন অস্পষ্টতা তথা ধোঁয়াশা থাকে, তখন ঐ শব্দের সৃষ্টিকর্তা নিজেই সুবিধামত তার পরিধি নির্ধারণ করে নেয়। এবং যখনই কেউ তার কাজের বিরুদ্ধে যায়, তখনই ঐ পরিধির অস্পষ্ট ব্যবহারে বিপরীত পক্ষকে কাবু করার চেষ্টা করে। যেমন ধরুন: কোটা বিরোধী আন্দোলনে যারা নামছে, তাদের সম্পর্কে শেখ হাসিনা বলছে- “এরা কারা ? এদের পরিবার সম্পর্কে খবর নেয়া উচিত। এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারের কেউ হতে পারে না। ” মন্ত্রী মতিয়া চৌধুরী আন্দোলনকারীদের, “রাজাকারের বাচ্চা” বলে সম্বোধন করেছে। অর্থাৎ নিজেদের বিরুদ্ধে গেলেই ট্যাগ।
সত্যিই বলতে, আমি নিজেও মক্তিযুদ্ধের চেতনার বিরোধী নই, কিন্তু আমি চাই মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে কি ছিলো সেটা নির্দ্দিষ্ট করে দেয়া হোক। মুক্তিযুদ্ধের পূর্ব মুহুর্তে বা মুক্তিযুদ্ধের সময় দায়িত্বশীল কোন ব্যক্তির দলিল-প্রমানসহকারে দেখানো হোক, “এটাই মুক্তিযুদ্ধের চেতনা।” কিন্তু স্বাধীনতার ৪৭ বছর কেউ মুক্তিযুদ্ধ শব্দটা নিয়ে ইচ্ছামত ব্যবসা করবে সেটা হবে না।
আরো ভালোভাবে চিন্তা করলে ‘মুক্তিযুদ্ধের চেতনা’ কিন্তু কোন স্বতন্ত্র চেতনা না। কোন একটা চেতনা নির্দ্দিষ্ট করে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে নেমেছিলেন, বিষয়টা সেরকমও নয়। স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র ঘাটলে দেখা যায়, অনেক ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে ‘জিহাদ’ বলে সম্বোধন করা হচ্ছে। অর্থাৎ ইসলামী চেতনা উব্ধুদ্ধ হয়েও মুক্তিযোদ্ধারা করেছে, কিন্তু সেটা কিন্তু কখনই বলা হয় না।
তবে একটি কথা অস্বীকার করার উপায় নেই এসব ভুয়া মূল্যবোধ বা ফলস ভ্যালুর বিস্তার খুব উচ্চমানের মনোস্তাত্ত্বিক চিন্তা। আওয়ামীলীগের মাথা থেকে এ বুদ্ধি এসেছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বাইরে কোন গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে এই ফলস ভ্যালুর বিস্তার অস্বাভাবিক কিছু নয়।
আসলে আমি ব্যক্তিগতভাবে এইসব ভুয়া মূল্যবোধ বা ফলস ভ্যালু’র বিরোধী। কারণ ইহুদীবাদীরা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য বহু আগে থেকে এসব ফলস ভ্যালূ বা ভুয়া মূল্যবোধের ব্যবহার করে আসছে। এর আগেও আমি এসব ফলস ভ্যালু বা ভুয়া মূল্যবোধ নিয়ে একটা লেখা লিখেছিলাম (https://bit.ly/2JxGA1r)। সেখানে বলেছিলাম ইহুদীবাদীরা - জঙ্গীবাদ, গনতন্ত্র, বাক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, সংখ্যালঘুর অধিকার, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার চর্চা, সংস্কৃতি চর্চা, বয়ঃসন্ধি শিক্ষা, জলবায়ু পরিবর্তন এরকম বহু ফলস ভ্যালু তৈরী করেছে এবং করছে। ইহুদীদের প্রটোকল বইতে সাধারণ মানুষকে ভেড়া পালের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে রাখাল যেদিকে বলে হাজার হাজার ভেড়ার পাল অন্ধের মত সেদিকেই যায়। কোথায় তারা যাচ্ছে সেদিকে ভেড়ার খেয়াল নাই। ইহুদীরা রাখাল সেজে সেভাবেই সাধারণ মানুষকে ভেড়ার মত কন্ট্রোল করতে চায়। সম্ভবত ভেড়ার পাল সদৃশ কোটি কোটি সাধারণ মানুষকে সহজে কন্ট্রোল করার সিস্টেম এই ফলস ভ্যালুগুলো। ভেড়ার পাল যেভাবে ছুটে, সাধারণ মানুষও এসব ফলস ভ্যালুর দিকে ছুটতেছে, কিন্তু তারা নিজেরাই জানে না, এগুলোর প্রকৃত অর্থ কি ? ঠিক যেভাবে সব মানুষকে স্বাধীনতার চেতনার নাম দিয়ে রাস্তায় নামিয়ে দেয়া হযেছে, কিন্তু যদি শুধু প্রশ্ন করা হয়, ‘স্বাধীনতা দিবস কবে’ কিংবা ‘বিজয় দিবস কবে’, তবে সেটারই উত্তরই তারা দিতে পারবে না। কিন্তু ছুটতেছে সব ভেড়ার পালের মত। ফলস ভ্যালু’র সফলতা এখানেই।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment