Sunday, April 1, 2018

মাদ্রাসা শিক্ষার্থীরা জেনারেল শিক্ষার্থীদের থেকে কোন দিক থেকে পিছিয়ে আছে?

কাত্তর টিভির টকশোতে বললো, মাদ্রাসার ছাত্ররা নাকি পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া রোধ করতেই নাকি জাতীয় সঙ্গীত গাওয়া । খুব ভালো কথা মাদ্রাসা পিছিয়ে পড়েছে। কিন্তু জেনারেল শিক্ষিতদের থেকে মাদ্রাসা ছাত্ররা কোন দিক দিয়ে পিছিয়ে পড়েছে সেটাও যাচাই করার দরকার আছে।
এ ভিডিওটা (https://bit.ly/2uD4Njl) বাংলাদেশের বিভিন্ন প্রাইমারী স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও। ভিডিওটিতে দেখতে পারবেন, বাংলাদেশের প্রাইমারী স্কুলগুলোতে স্কুল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছাত্রীদের দিয়ে বাংলা অথবা হিন্দির মুভির আইটেম সং বা বেশ্যা নাচ নাচানো হচ্ছে। আমার মনে হয়, এই ভিডিওটি দেখলেই বুঝবেন মাদ্রাসা শিক্ষার্থীরা জেনারেল শিক্ষার্থীদের থেকে কোন দিক থেকে পিছিয়ে আছে এবং মাদ্রাসা ছাত্রদের আসলে কেমন বানাতে চাইতে সরকার ও একাত্তর টিভির চেতনাবাজরা।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment