ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি,
বাংলাদেশে দারিদ্রতার মূল কারণ জনসংখ্যা বৃদ্ধি ।
বিভিন্ন পত্রপত্রিকায় এমনই লেখা হয়-
“বাংলাদেশে দারিদ্র্যের মূলে রয়েছে জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার।” (http://bit.ly/2HZBjip)
তারমানে বাংলাদেশে দাবি হচ্ছে, জনসংখ্যা যত বাড়বে মানুষের দারিদ্রতা তত বাড়বে।
অথচ গত কয়েকদিন আগে আমেরিকার একটা খবর দেখলাম, যার শিরোনাম: “গর্ভধারণের হার দেখে অর্থনৈতিক মন্দার পূর্বাভাস!” খবরের ভেতরে বলছে- “অর্থনৈতিক মন্দা শুরুর কয়েক মাস আগে থেকে নারীদের গর্ভধারণের হার কমে যায় বলে মার্কিন গবেষকদের এক অনুসন্ধানে উঠে এসেছে। গবেষকরা বলছে, গর্ভধারণের হার দেখে অর্থনৈতিক মন্দার ধারণা পেতে সুবিধা হতে পারে।” (http://bit.ly/2Fbjnjf)
দুটো বিষয় একটু চিন্তা করে দেখুন।
আমাদের শেখানো হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক মন্দা বা দারিদ্রতা আনে।
অপরদিকে, আমেরিকায় বাস্তবে দেখা যাচ্ছে, জনসংখ্যা হ্রাসের পরবর্তী ধাপ হচ্ছে অর্থনৈতিক মন্দা।
তারমানে দেখা যাচ্ছে, আমাদের যা শেখানো হচ্ছে এবং আমেরিকায় বাস্তবে যা দেখা যাচ্ছে তা সম্পূর্ণ বিপরীত।
আমেরিকান গবেষকদের গবেষণা যদি সঠিক হয়, তবে-
জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক মন্দা নয়, বরং অর্থনৈতিক সাফল্য নিয়ে আসে।
তাহলে কথা হলো, আমাদের এতদিন বইপুস্তক আর মিডিয়াতে কেন ভুল শেখানো হচ্ছে ?
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment