Saturday, March 3, 2018

পাবনার রুপপুরে যদি একটা পরমাণু দুর্ঘটনা ঘটেই যায়, তবে তার প্রভাব কতদূর পর্যন্ত ছড়াবে ?


গত ১লা মার্চ মস্কোতে রাশিয়া-বাংলাদেশ-ভারতের মধ্যে রুপপুর পরমাণু প্রকল্প নিয়ে একটি চূক্তি সাক্ষরিত হয়েছে। এ চূক্তি অনুসারে ভারত সরকারের মালিকানাধীন নিউক্লিয়ার পাওয়ার কো-অপারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল) রুপপুর পারমানবিক প্রকল্পের যাবতীয় মালামাল ও কনসালটেন্সি সরবরাহ করবে। (http://bit.ly/2FgC8ok)

ভারত সরকারের মালিকানাধীন ‘এনপিসিআইএল’ বাংলাদেশের রূপপুর পরমাণু কেন্দ্রে সহায়তা দেবে ভালো কথা, কিন্তু নিজ দেশের পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ন্ত্রণে তাদের পারফর্মমেন্স কেমন ?

এ লিঙ্কে (http://bit.ly/28KDftJ) গেলে দেখবেন, ভারতের বিভিন্ন পরমাণু কেন্দ্রগুলোতে ১০ বছরে ১৬টি পরমাণু দুর্ঘটনা সংগঠিত হয়েছে, এক্ষেত্রে ভারত সরকারের মালিকানাধীন এনপিসিআইএল এর দক্ষতা সত্যিই প্রশ্নবিদ্ধ।

কিন্তু সেই এনপিসিআইএল’কে যখন বাংলাদেশের পরমাণু প্রকল্পের দায়িত্ব দেয়া হয়, তখন সত্যিই মারাত্মক ধরনের ভীতি সৃষ্টি হয়। কারণ রাশিয়া বাংলাদেশের তুলনায় ১১৬ গুন বড়, ভারত বাংলাদেশের তুলনায় ২১ গুন বড়। ভারত বা রাশিয়ায় পরমাণু দুর্ঘটনা ঘটনা খুব বিশাল জনগোষ্ঠী নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে না, খুব বড় এলাকায় তার প্রভাব পড়বে না। কিন্তু বাংলাদেশের আয়তনই তো খুব ছোট। খুব ছোট এলাকায় অনেক মানুষ বসবাস করে। পাবনার রুপপুরে যদি একটা পরমাণু দুর্ঘটনা ঘটেই যায়, তবে তার প্রভাব কতদূর পর্যন্ত ছড়াবে ? অনেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু রামপালে কোন ঘটনা ঘটলে শুধু খুলনা বিভাগের আবহাওয়া ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু রূপপুরে কোন দুর্ঘটনা ঘটলে তার প্রভাব পুরো বাংলাদেশের উপর এটা নিশ্চিত। তখন কত কোটি মানুষ বাস্তচ্যূত হবে তার কোন হিসেব আছে তো ? ঐ মানুষগুলো তখন কোথায় যাবে ?

আমরা জানি, যেসব বাংলাদেশী শাসক বিদেশীদের এসব জিনিস বাংলাদেশে আমদানি করছে, তাদের প্রায় সবারাই আত্মীয় স্বজন সবাই বিদেশে থাকে, দেশের টাকা লুটে তারা বিদেশে অনেক সম্পত্তি কিনে নিয়েছে। দেশে কিছু একটা ঘটে গেলে তারা খুব সহজেই বিদেশে চলে যেতে পারবে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তখন যাবে কোথায় ? তাদের তো বাংলাদেশ ছাড়া যাওয়ার যায়গা নেই।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment