Thursday, March 1, 2018

ট্রাফিক সিগনাল এড়ানোর সমাধান সঠিক মাপের রাউন্ডবাউট, ফ্লাইওভার বা ইউলুপ না


আজকাল দেখা যাচ্ছে, ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে যে কোন মোড়ে ট্রাফিক সিগনাল এড়ানোর জন্য ফ্লাইওভার বা ইউলুপের নির্মাণের চিন্তা করা হচ্ছে। কিন্তু কোন রাস্তার মোড়ে ট্রাফিক সিগনাল এড়ানোর সমাধান কিন্তু ফ্লাইওভার বা ইউলুপ না, সমাধান হলো সঠিক মাপের রাউন্ডবাউট বা ট্রাফিক সার্কেল বা রোড সার্কেল তৈরী করা।
সাধারণত যে কোন মোড়ের মাঝেই কেন্দ্র তৈরী হয়, যার চর্তুপাশে যানবাহন ঘুড়তে পারে। কিন্তু রাউন্ডবাউটের নিয়ম হলো বড় এলাকাজুড়ে সার্কেল তৈরী করতে হয়। ধরুন, আমরা চাররাস্তার মোড়ে রাউন্ডবাউট তৈরী করতে চাচ্ছি। এই চাররাস্তার আবার ৮টি ভাগে বিভক্ত, মানে ৪ অংশ দিয়ে গাড়ি যায়, ৪ অংশ দিয়ে গাড়ি আসে। ধরে নিলাম প্রতি অংশ দিয়ে সর্বোচ্চ ৩টি গাড়ি যেতে পারে। এক্ষেত্রে রাউন্ডবাউটের কমপক্ষে প্রস্থ হবে ৩টি গাড়ি যাওয়ার সমান পুরু, এর ছোট নয়। মানে রাউন্ডবাউটে একত্রে কমপক্ষে ৩টি গাড়ি ঘুড়তে পারবে। আবার পুরো রাউন্ডবাউটের পরিধিও বড় হতে হবে যেন অধিক সংখ্যক যানবাহন একসাথে ঘুড়তে পারে।

বাংলাদেশে অনেক রাস্তায় এ ধরনের সার্কেল তৈরী করা আছে, কিন্তু বৃত্তাকার রাস্তার প্রস্থ ও পরিধি বড় না হওয়ায় সঠিক রাউন্ডবাউটও তৈরী হয়নি । সঠিক রাউন্ডবাউট তৈরীর জন্য কেন্দ্রে বড় এলাকা নিতে হবে, এজন্য প্রয়োজনে মোড়ের চারপাশের কিছু বাড়িঘরও ভাঙ্গতে হতে পারে। যেহেতু অনেক খরচ করে ফ্লাইওভার ও ইউলুপ বানানোর চিন্তা হচ্ছে, তাই সেগুলোর বদলে মোড়ে সঠিক আকারের রাউন্ডবাউট বানানো যেতে পারে। রাউন্ডবাউটে প্রতিটি গাড়ি চলন্ত অবস্থায় একই সার্কেলে প্রবেশ করবে, ফলে কোন রাস্তায় আর সিগনালের দরকার হবে না। পশ্চিমাবিশ্বে রাউন্ডবাউটের সংখ্যা অনেক বেশি। যেমন ফ্রান্সে রাউন্ডবাউটের সংখ্যা প্রায় ৩০ হাজার।
তবে এ পদ্ধতি ঢাকা বাদে অন্য জেলা শহরগুলোতে এখনই প্রযোজ্য। কিন্তু ঢাকার ক্ষেত্রে আগে শহর বিকেন্দ্রীকরণ প্রয়োজন। মানে ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণ করে প্রথমে জনসংখ্যা হ্রাস করতে হবে, এরপর প্রত্যেক মোড়ে মোড়ে রাউন্ডবাউট তৈরী করলে বিনাসিগনালে গাড়ি যাতায়াত করতে পারবে।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment