ক্ষেতের টমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছে, কেজি প্রতি দাম মাত্র ২ টাকা। তাই সেই টমেটো না তুলে ক্ষেতেই রেখে দিচ্ছে কৃষক। (http://bit.ly/2F9vnS3) অথচ এই টমেটোগুলো যদি সরকারিভাবে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হতো, তবে সারা বছর টমেটো কমমূল্যে খাওয়া যেতো। আবার কৃষকও ক্ষতিগ্রস্ত হতো না।
আপনারা জানেন, বাংলাদেশের বাজারে সারা বছর ৬০ টাকা কেজি দরে ভারত থেকে আসা টমেটো বিক্রি হয়। এবার শীতে সেই টমেটোর দাম পৌছে ১৬০ টাকা কেজিতে। তারমানে বাংলাদেশের বাজারে সারা বছর টমেটোর চাহিদা আছে, যেই চাহিদার সুযোগ নিচ্ছে ভারত। ভারতীয় টমেটো খেয়ে একদিকে যেমন বাংলাদেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে, অন্যদিকে ধ্বংস হচ্ছে দেশের কৃষি উৎপাদন ব্যবস্থা।
আজ থেকে প্রায় ৩ মাস আগে কোল্ড স্টোরেজ নিয়ে একটা লেখা লিখেছিলাম (http://bit.ly/2FosgJC)। বলেছিলাম, ফ্লাইওভার-এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এত এত ইনভেস্ট করে জনগণের কোন লাভ নেই, জনগন ফ্লাইওভার-এলিভেটেড এক্সপ্রেসওয়ে খাবে না, জনগণ খা্বে খাবার। তাই সরকারীভাবে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ ছাড়া দ্রব্যমূল্য হ্রাস করা কখন সম্ভব নয়।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment