একটা খবরে দেখলাম-
“স্বীকৃতির পর ১০১০ জন কওমি আলেমকে সরকারি চাকরী”
প্রশ্ন হচ্ছে সরকারি চাকুরীটা কওমী আলেমরা পাচ্ছেটা কোথায় ?
উত্তর : ইফা পরিচালিত ‘দারুল আরকাম’ নতুন মাদ্রাসা প্রজেক্টে। (http://bit.ly/2tkZvsu)
সরকারের নতুন মাদ্রাসা সিস্টেম ‘দারুল আরকাম’ নিয়ে আজ থেকে ৩ মাস আগে আমি একটা লেখা লিখেছিলাম (http://bit.ly/2Fnj6Nj)। এই মাদ্রাসা সিস্টেমটাকে বলা হচ্ছে ‘মুক্তচিন্তার মাদ্রাসা’। অর্থাৎ এ প্রজেক্টের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার নামে মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ বা সেক্যুলারিজম প্রমোট করা হবে। আর সেই শিক্ষা দেয়ার জন্য নিয়োগ দেয়া হচ্ছে ১০১০ জন কওমী আলেমকে !
তারমানে “স্বীকৃতি দান করবো, কিন্তু আমার ‘নাস্তিক্যবাদ’ প্রচারে সাহায্য করতে হবে ।”
তাহলে এই স্বীকৃতি বা সরকারী চাকুরীর মূল্য থাকলো কতটুকু ?
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment