একটা খবর দেখলাম, আগামী ২৫শে মার্চ রাতে নাকি ১ মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখবে সরকার। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানীবাহিনীর গণহত্যাকে স্মরণ করতে নাকি এই কর্মসূচি। ২৬শে মার্চ তারিখ স্মরণ করতেও সরকার নিয়েছে উদ্যোগ। সারা দেশব্যাপী স্কুল-মাদ্রাসাগুলোতে রবীন্দ্রের কথিত জাতীয় সঙ্গীত প্রতিযোগীতা করে ২৬শে মার্চ তার ফাইনাল হবে।
আওয়ামী সরকারের অবস্থান এখন প্রতিকী হয়ে গেছে। ‘১ মিনিট অন্ধকার’, ‘রবীন্দ্র প্রতিযোগীতা’, ‘স্বাধীনতার ভাস্কর্য’ এখন স্বাধীনতার চেতনা ধারণ করছে । ভারতীয় বিএসএফ প্রতিদিন সীমান্তে গুলি করে ১ জন বাংলাদেশী মারলো কিংবা মায়ানমারের সামরিক বাহিনী সীমান্তে এসে মহড়া দিলো কিংবা পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী “২০ বছরের মধ্যে দুই বাংলা এক হয়ে যাবে’ বলে ঘোষণা দিলে আমাদের স্বাধীনতার কোন ক্ষতি হয় না।
বাংলাদেশের রিজার্ভ থেকে ৮০৮ কোটি টাকা চুরি গেলে আমাদের খুব একটা গায়ে লাগে না, অর্থমন্ত্রীর কাছে তো কয়েক হাজার কোটি টাকা খুব সামান্য বিষয়। রাষ্ট্রয়াত্ব ৮ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার মুলধন লুটপাটে ঐ স্বাধীনতার ফেরিওয়ালারাই নেতৃত্ব দেয়। ৭১ টাকায় চাল কিনে আমরা স্বাধীনতার চেতনায় উব্ধুদ্ধ হই। প্রশ্নফাঁস এখন বৈধ বিষয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই প্রশ্নফাঁসে কোন ক্ষতি দেখতে পান না। শিক্ষামন্ত্রী নিজেই বুক ফুলিয়ে বলেন, “আমি চোর, সব মন্ত্রীরা চোর”। কৃষিমন্ত্রী ইতিমধ্যে বহুজাতিক সিনজেন্টার কাছে বাংলাদেশের কৃষকের ধান বিক্রি করে ‘গোল্ডেন রাইস নিয়ে চুক্তি সেড়ে ফেলেছে। তথ্যমন্ত্রী বিবস্ত্র নারীর শরীরে সৌন্দর্য খুজে পান, আর সংস্কৃতিমন্ত্রী বহুজাতিক লাক্সের ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’ বিজ্ঞাপনে ভয়েস দিয়ে নারী দেহ উন্মুক্ত করতে উৎসাহিত করে। যে দেশ গ্যাসের উপর ভাসছে, সে দেশে গ্যাসের দাম বাড়িয়ে এলপি গ্যাস আমদানির প্ল্যান করে জ্বালানি প্রতিমন্ত্রী। সারা দেশের মানুষ যখন পুলিশের দুর্নীতি আর অত্যাচারে অতিষ্ট, পুলিশের আইজি সাহেব তখন দেশব্যাপী সিনেমা হলগুলোতে ‘ঢাকা অ্যাটাক’ মুভি দেখে বেড়াচ্ছেন। আহ !
শুনেছিলাম, বঙ্গবন্ধু নাকি ‘১ মিনিট নিরবতা পালন’ কালচার পছন্দ করতেন না, তিনি মুসলমানী কায়দায় মৃতদের জন্য দোয়া-মোনাজাত করতেন। কিন্তু সেই বঙ্গবন্ধুর স্বপ্ন বিক্রি করে যারা খাচ্ছে, তারা সেই ‘এক মিনিট নিরবতা’ আর ‘এক মিনিট অন্ধকার’ নামক বিদেশী কালচার নিয়ে আসছে।
আসলে সরকার চায়, জনগণকে একটা চমক দেখাতে। কারণ চমকিত মানুষ তার স্বাভাবিক অবস্থা হারায়, কিছু সময়ের জন্যও ভুলে থাকে তার দেহের বেদনা। তাইতো কখন রোবট সোফিয়া, কখন ৩ টাকায় ডিম, কখন বা ১ মিনিট অন্ধকার নিয়ে আসে সরকার।
কিন্তু মাত্র ১ মিনিট অন্ধকার দিয়ে আওয়ামী সরকারের হাজারো অন্ধকার ঢাকা যাবে তো ?
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment