গতকালকে একটা খবর চোখে পড়লো-
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছে, “বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ডে সহায়তা করছে ভারত।” (http://bit.ly/2HKOkMM)
খবরের ভেতরে আছে, ঢাকার পাশে সাভারে এবং সিলেটে ইসকনের দুইটি বহুতল ছাত্রবাস/আশ্রম নির্মাণ করতে প্রায় ১৩ কোটি টাকা দিচ্ছে ভারত সরকার। সেই টাকা দিতে গিয়েই হর্ষ বর্ধন শ্রিংলা এ বক্তব্য দিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছে, “বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ডে সহায়তা করছে ভারত।” (http://bit.ly/2HKOkMM)
খবরের ভেতরে আছে, ঢাকার পাশে সাভারে এবং সিলেটে ইসকনের দুইটি বহুতল ছাত্রবাস/আশ্রম নির্মাণ করতে প্রায় ১৩ কোটি টাকা দিচ্ছে ভারত সরকার। সেই টাকা দিতে গিয়েই হর্ষ বর্ধন শ্রিংলা এ বক্তব্য দিয়েছে।
মনে পড়ে গেলো, গত অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় এসে বেশ কিছু প্রকল্পের উদ্বোধণ করেছিলো। সেই প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য-
১) ঢাকার রমনা কালি মন্দিরের ভেতরে ৫ তলা গেস্ট হাউস
২) সাভারের ইস্কন মন্দিরের ভেতরে বহুতল আশ্রম ভবন নির্মাণ
৩) ঢাকার রামকৃষ্ণ মিশনের ভেতরে হোস্টেল নির্মাণ
৪) সিলেটে ইস্কন মন্দিরে ৫ তলা হোস্টেল নির্মাণ
৫) ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনে ৫ তলা বিশিষ্ট হোস্টেল নির্মাণ
(http://bit.ly/2BPDtjV)
১) ঢাকার রমনা কালি মন্দিরের ভেতরে ৫ তলা গেস্ট হাউস
২) সাভারের ইস্কন মন্দিরের ভেতরে বহুতল আশ্রম ভবন নির্মাণ
৩) ঢাকার রামকৃষ্ণ মিশনের ভেতরে হোস্টেল নির্মাণ
৪) সিলেটে ইস্কন মন্দিরে ৫ তলা হোস্টেল নির্মাণ
৫) ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনে ৫ তলা বিশিষ্ট হোস্টেল নির্মাণ
(http://bit.ly/2BPDtjV)
পাঠক প্রকল্পগুলোর দিকে লক্ষ্য করুণ, এতদিন নির্মাণ করা হতো মন্দির। কিন্তু হঠাৎ নির্মাণ করা হচ্ছে বহুতল ছাত্রবাস, বহুতল আশ্রম, গেস্ট হাউস যেখানে একসাথে থাকতে পারবে হাজার হাজার হিন্দু। কিন্তু কেন হঠাৎ করে বাংলাদেশে বিভিন্ন এলাকায় ছাত্র/যুব বয়সী হিন্দুদের নিয়ে হোস্টেল/আবাসিক ভবন তৈরী করা হচ্ছে, যেখানে একত্র থাকবে হাজার হাজার হিন্দু ?
বাংলাদেশে আমরা দেখি, ভার্সিটির হলগুলোই হলো শক্তির আধার। কোন মারামারি/সংঘর্ষ করতে হলে হলগুলো থেকে দলকে দল ছাত্র নিয়ে আসা হয়। হলের ভেতরেই থাকে অস্ত্র মজুদ। যার কাছে একটা হল আছে, তার কাছে ৫-১০ হাজার ছাত্র আছে। সেই তুলনা করলে ভারত বাংলাদেশ হঠাৎ করে কেন হিন্দু ধর্মীয় আবাসিক প্রকল্প তৈরী করছে তা সত্যিই ভাববার বিষয়। এসব বহুতল ছাত্রবাস/হোস্টেল/আশ্রমগুলোকে একত্রে অবস্থান করা হাজার হাজার হিন্দু যুবক দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের ভেতর ভারত কি করতে চায় ? কি তাদের উদ্দেশ্য ? চিন্তা করে দেখুন...
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment