‘বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে’- এই আজগুবি কথা যার গুবেষণার উপর ভিত্তি করে দাবি করা হয়, সে হচ্ছে আবুল বারাকাত। সেই গুবেষণায় দাবি হয়-
- প্রতিদিন নাকি ৬৩২ জন হিন্দু দেশ ছাড়ছে
- ৫ দশকে নাকি ১ কোটি ১৩ লক্ষ হিন্দু দেশ ছেড়েছে
- ৩ দশক পর নাকি বাংলাদেশে আর হিন্দু থাকবে না
বাংলাদেশে রাজারহালে থাকার পরও এসব আজগুবি গুবেষনাকে পূজি করে হিন্দুরা কথিত সংখ্যালঘু নির্যাতনের দাবী তুলছিলো। মুসলমানদের ধর্ম নিয়ে যাচ্ছে-তাই অবমাননা করছিলো। আর পাকড়াও হলে সংখ্যালঘু নির্যাতনের সেই গুবেষণা দিয়ে সামাল দিচ্ছিলো। যদিও অনলাইনে এসব ভুয়া গুবেষণা নিয়ে সমালোচনা ছিলো অনেক (http://bit.ly/2nLEmBF)।
যে হিন্দুরা ভারতে মুসলিমদের মেরে-কেটে শেষ করছিলো, তারাই বাংলাদেশে এসে ইনোসেন্ট সেজেছিলো। মুসলমানদের চাকুরী-বাকুরী দখল করছিলো, রাস্তাঘাট-স্কুল বন্ধ করে পূজা করছিলো, আর তাদের পূজা অর্চনা মুসলমানদের উপর চাপিয়ে দিচ্ছিলো। আর সেই গুবেষণা করে আবুল বারাকাত সেজেছিলো হিন্দুদের মহামান্য দেবতা।
অবশেষে সেই হিন্দু দেবতার মুশোখ উন্মোচন হলো। জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে একজন গ্রাহককে যেখানে সর্বোচ্চ ঋণ দেয়া যায় ৭৫০ কোটি টাকা, সেখানে আবুল বারাকাত ঋণ দিয়েছিলো ৫৫০০ কোটি টাকা, যা ব্যাংকের মূলধনের দ্বিগুন। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছে আবুল বারাকাত জনতা ব্যাংকে ডুবিয়েছে। এ ঘটনাটি ‘একক ব্যক্তির ঋণে বৃহত্তম কেলেঙ্কারি’ বলে জানা গেছে। (http://bit.ly/2E7wVLN)
আবুল বারাকাত চোর সাব্যস্ত হয়ে জেলে যাবে সেটা হয়ত সময়ের ব্যাপার।
কিন্তু তার যে কথিত গুবেষনাকে পূজি করে এতদিন হিন্দুরা সুযোগ সুবিধা লুটূছিলো, মুসলমানদের কোনঠাসা করছিলো, সেটার কি বিহিত হবে ?
আমার দাবি, সেই কথিত গুবেষণা পেপারগুলোকে ফের কাগজের মণ্ডপ বানিয়ে ডিমের আকৃতি দেয়া হোক। অতঃপর আবুল বারাকাতকে রিমাণ্ডে নিয়ে যখন ডিম থেরাপির প্রয়োজন হবে, তখন যেনো সেই কথিত সংখ্যালঘু নির্যাতনের গুবেষণা পেপারের মণ্ডপে বানানো ডিমগুলোকে থেরাপির কাজে ব্যবহার করা হয়। শালা তখন বুঝবে, কত গুবেষণায় কত ঠ্যালা।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment