Wednesday, February 7, 2018

নির্লজ্জের দেশ বাংলাদেশ !


লজ্জা নাকি মানুষ আর পশুর মধ্যে তফাৎ। মানুষের লজ্জা আছে, তাই সে পোষাক পরে, কিন্তু পশুর কোন লজ্জা নাই সে পোষাক পরে না এবং পোষাক পরার গুরুত্বও অনুধাবন করে না।

আমাদের সামনে যদি কোন নগ্নদেহের শিশু আসে, আমরা সাথে সাথে ‘ছি: ছি:’ বলে বলি- “তাড়াতাড়ি কাপড় পরো”। কারণ সে তো মানুষ, আর মানুষ মাত্রই লজ্জা থাকা উচিত। কিন্তু সামনে দিয়ে যদি কোন নগ্ন পশু যায়, তখন কিন্তু তাকে আমরা কিছু বলিনা। কারণ আমারা জানি, সে একটা পশু, তার তো লজ্জাই নেই, তাকে হাজারো লজ্জা দিয়ে লাভ নেই, তাকে পোষাক পরতে বলাটাও বৃথা।

সত্যিই বলতে, প্রশ্নফাঁস এমন একটা ইস্যু যেখানে কম্প্রোমাইজ করার কোন সুযোগ নাই। আপনি ২০ লক্ষ ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবনের ১২টা বাজায় দিবেন, আর আপনি ‘ইনোসেন্ট’ কিংবা ‘অপারগ’ হয়ে বসে থাকবেন সে সুযোগ নাই। আপনি পারেন না, পদ ছেড়ে দেন। হাবিজাবি বলে তো লাভ নেই। যে কাজ ৯ বছরে পারেন, আর বাকি কয়েক মাসে জগৎ উল্টে ফেলাবেন বলে মনে হয় না।

আমার তো মনে হয়, প্রশ্নফাঁস এমন একটা ভয়াবহ বিষয়, ১ বার ফাঁস হলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত, আর পর পর দুইবার শিক্ষামন্ত্রী ব্যর্থ হইলে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার উচিত। কেন তার মন্ত্রীসভা পারছে না? তারা জনগণের টাকার বেতনে চাকুরী নিয়েছে জনগণকে নিরাপত্তা দেয়ার জন্য। তার মন্ত্রীসভা যখন ব্যর্থ, তখন তার দায় প্রধানমন্ত্রীত্ব উপরও বর্তায়।

‘আপনি অপারগ’, কিংবা ‘ষড়যন্ত্র হচ্ছে বলে’, এসব বলে লাভ নাই। জনগণ নাহিদকে শিক্ষামন্ত্রী হিসেবে নির্বাচন করে নাই, করেছে শেখ হাসিনা। তাই শিক্ষামন্ত্রী ব্যর্থ মানে তার নির্বাচক প্রধানমন্ত্রী ব্যর্থ। আমি বলবো, এই ব্যর্থতার গ্লানি নিয়ে পুরো মন্ত্রী পরিষদের পদত্যাগ করা উচিত। আর যদি তারা সেটা না করে, তবে, পুরো দেশে পড়ালেখা বন্ধ করে দেয়া উচিত। কারণ ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা হওয়ার থেকে না হওয়া ভালো। ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা নিয়ে বরং শিক্ষাকে অবমূল্যায়ন করা হচ্ছে।

ছবিতে দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা নেমেছে শিক্ষামন্ত্রীর পতত্যাগের দাবিতে।

ছি:। এমন ছবিও দেখতে হচ্ছে।

তবে এ ছবি মানুষকে লজ্জা দিলেও পশুদের লজ্জা দিবে না।

একটা প্রবাদ পড়েছিলাম, ‘ন্যাংটার নাই বাটপারের ভয়’, মানে “যার ইজ্জতই নাই, তার আবার ইজ্জত হারানোর ভয় কিসের ?


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment