Tuesday, February 6, 2018

বিবিসি নিজেই একটা বড় সাম্প্রদায়িক কীট


লন্ডনে মকরম আলী নামক এক বাঙালী মুসলমানকে হত্যায় ড্যারেন ওসবন নামক এক ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির এক আদালত। ২০১৭ সালের ১৯শে জুন উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় একটি মসজিদের সামনে দাঁড়ানো মুসলমানদের উপর গাড়ি চালিয়ে হামলা চালায় ওসবর্ন। এতে ৫১ বছরের মকরম আলী নিহত হন। এ সময় অন্যদেরও হত্যার চেষ্টা করে ওয়েলসের রাজধানী কার্ডিফের বাসিন্দা ওসবর্ন। (http://bit.ly/2E15ask)
তবে লক্ষণীয় বিষয় হচ্ছে,
ওসবর্নে মুসলিমবিদ্বেষীতে পরিণত হওয়া ঘটনাটি। সূত্র বলছে, হামলার একমাস পূর্বে বিবিসিতে ‘থ্রি গার্লস’ নামক একটি নাটক দেখে মুসলিমবিদ্বেষীতে পরিণত হয় ওসবর্ন। উল্লেখ্য নাটকটিতে দেখানো হয়, উত্তর ইংল্যান্ডে একটি শিশু নিপীড়ক যৌনচক্রকে, যার প্রত্যেক সদস্যকে মুসলিম চরিত্রে দেখানো হয়। এ লিঙ্কে (https://youtu.be/UK6Jc9Jsl7A) নাটকটির একটি অংশ দেখুন, যেখানে দেখানো হচ্ছে, দাড়ি-টুপিওয়ালা মুসলিমরা কিভাবে ব্রিটিশ শিশুদের যৌন নিপীড়ন করছে।
পাঠক ! লক্ষ্য করুণ-
বিবিসি বাংলা প্রায় বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে সবক দেয়, অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করতে বলে। কিন্তু সে তার নিজ দেশে কি করলো ?
বিবিসি নিজ দেশ ব্রিটেনে এমন এক সাম্প্রদায়িক উস্কানিমূলক নাটক প্রচার করলো, যা দেখে তার দেশের নাগরিকরা সংখ্যালঘু জাতিকে হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠলো!
এ নাটক প্রচারের মাধ্যমে প্রমাণ হয়, বিবিসি নিজেই একটা বড় সাম্প্রদায়িক কীট ।
তাই সেই বিবিসি যদি বাংলাদেশে অসাম্প্রদায়িকতার সবক দিতে আসে, তা কি আর গ্রহণযোগ্য হবে ?

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment