Sunday, February 4, 2018

এই ছবিগুলো দেখলেই বুঝবেন, ইনু কেন বিবস্ত্র নারীদের দেহের প্রতি উৎসাহি হয়ে চেতনাদণ্ড খাড়া করে ফেলছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে চতুর্থ ‘ঢাকা আর্ট সামিট’। এ সম্মেলনের যোগ দিয়েছে বিশ্বের ৩০টি দেশের বেশ কয়েকজন আর্টিস্ট। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ইনু নগ্ন নারী দেহের চিত্রের পক্ষে যুক্তি তুলে ধরেছে। বক্তব্য ইনু বলেছে- “বিবস্ত্রনারীর চিত্ররূপ’ লিঙ্গ বৈষম্য দূর করার প্রেরণা”। অর্থাৎ নারী দেহের নগ্ন চিত্র সমাজে দরকার আছে। (http://bit.ly/2E0eVDk)
যাই হোক, আজকে খবরে দেখলাম, তার এ বক্তব্যের দ্বারা নগ্নতাকে উৎসাহিত করা হয়েছে, তাই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ হয়েছে বলে উল্লেখ করে উকিল নোটিশ এবং সঠিক জবাব না দিলে তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে একজন। (http://bit.ly/2E1KtIK)
যাই হোক, একটু আগে ফেসবুকে একজন ঐ আর্ট সামিটে কি কি ছবি প্রদর্শনী হচ্ছে, তার দৃশ্য পাঠালো। ছবিগুলো দেখলেই বুঝবেন, ইনু কেন বিবস্ত্র নারীদের দেহের প্রতি উৎসাহি হয়ে চেতনাদণ্ড খাড়া করে ফেলছে।



===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. আপনার লেখাগুলো বর্তমান সময়ের বুদ্ধিজীবীদের দালালিপনার মুখে চপেটাঘাত স্বরুপ। ধন্যবাদ আপনাকে।

    ReplyDelete