Monday, January 22, 2018

সন্ত্রাসবাদ তৈরী : ধর্মে নাকি সংস্কৃতি চর্চায় ??

(১)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা : “সমাজকে সন্ত্রাস থেকে দূরে রাখার মাধ্যম হচ্ছে খেলাধূলা”। (http://bit.ly/2BiQTRD)
বাস্তবতা : ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামে কলেজ ছাত্র আদনান খুন। (http://bit.ly/2mYhY8x)
(২)
নাট্যমেলার উদ্বোধন করতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর : “জঙ্গিবাদ নির্মূলে সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে।” (http://bit.ly/2mI4uj4)
বাস্তবতা : নাটকের প্রেম ভালোবাসার সংস্কৃতি শিখে ইডেন ছাত্রী কোপালো প্রেমিককে (http://bit.ly/2rmrGGs)। সিলেটে বদরুল কোপালো প্রেমিকাকে। (http://bit.ly/2DTucX1)
(৩)
শাহরিয়ার কবির : “যে সব শিশু ছোট বেলায় গান-বাজনাকে হারাম জানে, তারা বড় হয়ে হলি আর্টিসানে হামলা চালায়।” (https://youtu.be/dliA9nKz32o)
বাস্তবতা : রাজধানীর ওয়ারীতে উচ্চস্বরে গানবাজনার প্রতিবাদ করায় বৃদ্ধ খুন। (http://bit.ly/2DuLn3H)

এতদিন প্রচার করা হয়েছে, ধর্মের কারণে নাকি জঙ্গিবাদ-সন্ত্রাসাবাদ বাড়ছে। এ কারণে পাঠ্যবই থেকে পর্যন্ত ধর্মচর্চা বাদ দিয়ে সংস্কৃতি দিয়ে পূর্ণ করা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সংস্কৃতিচর্চা, গানবাজনা, নাটক-সিনেমা এবং খেলাধূলার কারণেই খুন-খারাপি, কোপাকুপি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, সমাজ হয়ে পড়েছে কলুষিত। তাহলে এখন কেন কেউ বলছে না, “সংস্কৃতি চর্চায় সন্ত্রাস বাড়ে, তাই তা বর্জন করা উচিত।”

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment