সাংবাদিক আনিস আলমগীর সরস্বতী মূর্তিকে ‘সেক্সি’ বলায় গায়ে আগুন লেগে গেছে একুশে টিভি’র অঞ্জন রায়ের। ঐ পোস্টকে ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে আনিস আলমগীরকে ক্ষমা চাইতে বলেছে অঞ্জন। (http://bit.ly/2E1Gyg1)
আনিস আলমগীর সত্য বলেছে, কি মিথ্যা বলেছে, সেই তর্কে যাওয়ার পক্ষপাতি আমি নই।
-আমি পক্ষপাতি নই, সরস্বতী পূজা মন্ত্রে দেবীর বিশেষ অঙ্গের প্রশংসা বাক্য (কুচযুগশোভিত মুক্তাহারে) নিয়ে কথা বলতে।
-আমি পক্ষপাতি নই, ‘অর্ধেক জীবন’ উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায় সরস্বতী দেবীমূর্তি দর্শনে কি প্রতিক্রিয়া করেছিলো, তা বর্ণনায়।
-আমি পক্ষপাতি নই, ‘প্রজাপতি’ উপন্যাসে সমারেশ বসু সরস্বতীর দেহের বর্ণনায় কি বলেছিলো, তা উল্লেখ করতে।
-আমি পক্ষপাতি নই, সরস্বতীর সাথে তার পিতা ব্রহ্মা, স্বর্গের দেবতা বা অসুরদের সাথে কি সম্পর্ক ছিলো তা প্রকাশ করতে।
আমি কেবল বলতে চাই, এই অঞ্জন রায়রা তো এতদিন ধর্মবিদ্বেষীদের পক্ষে টিভি-চ্যানেলগুলোতে ওকালাতি করেছিলো। একের পর এক টক শোতে অসাম্প্রদায়িক সেজে ইসলামবিদ্বেষ ছড়িয়েছিলো।।
এই অঞ্জন রায়রা তো অসাম্প্রদায়িকতার কথা বলে, ইসলামবিদ্বেষী ব্লগার, বৈশাখী পূজা আর গ্রিক দেবীমূর্তির পক্ষে বলেছিলো।,
এই অঞ্জন রায়ের বোন বৃত্বা রায় দীপা-ই তো বলেছিলো : “হিজাবমুক্ত বাংলাদেশ চাই, সর্বত্র হিজাব সংষ্কৃতি বন্ধ হোক।” (http://bit.ly/2DDlTB0)
কোথায় ? তখন তো অঞ্জন রায়ের কাছে সেগুলো সাম্প্রদায়িক মনে হয়নি। কিন্তু এখন কেন তাদের ঘরোনার লোক সরস্বতী নিয়ে কথা বলায় সেটাকে সাম্প্রদায়িক বলে মনে হচ্ছে ?
কিছুদিন আগে একই ঘটনা ঘটেছিলো, ওয়েম্যান চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধরের ক্ষেত্রে। সারাদিন অসাম্প্রদায়িকতার লেবেল এটে সুপ্রীতি ধর ইসলাম ধর্মকে গালি দিতো, অন্যকে গালি দিতে উৎসাহিত করতো। একদিন এক মুসলিম পরিবার থেকে আগত নাস্তিক টয়লেটে হিন্দুদের দেবতার মূর্তি রাখায় সুপ্রীতির হিন্দুত্ববাদ জেগে উঠে। সে ঐ নাস্তিককে নাজেহাল করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ফাঁস হয়ে যায়, সুপ্রীতির উগ্রহিন্দুত্ববাদী চেহারা।। ঠিক একই ঘটনা ঘটলো সাংবাদিক আনিস আলমগীর আর অঞ্জন রায়ের ক্ষেত্রে।
অঞ্জন রায়রা বাস্তবেই শিব সেনা, বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস সদস্য। শুধু স্থান আর কালের প্রয়োজনে ভিন্ন লেবেল এটে রেখেছে, এই আরকি।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment