Wednesday, January 24, 2018

গত কয়েকদিন যাবত মিডিয়ায় আলোচিত শিক্ষামন্ত্রীর পিও মোতালেব গ্রেফতার।


মোতালেব শিক্ষামন্ত্রীর মন্ত্রীর পিও হিসেবে নিয়োগ পায় মন্ত্রীত্বের শুরু মানে ২০০৯ সালে। এরপর থেকে এরপর থেকেই জিপিএ ফাইভ বাণিজ্য, বিভিন্ন স্কুল-কলেজের নিবন্ধন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের বদলী, সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষকদের বদলী বাণিজ্য আর মন্ত্রণালয়ে টেন্ডার নিয়ন্ত্রণ করে অঢেল বিত্তবৈভবের মালিক হয়েছে। ২৮ হাজার ১০০ টাকা বেতনের চাকুরী করা মোতালেবের ঝুড়িতে পাওয়া গেছে রাজধানীর বছিলা রোডে সাত তলা বাড়ি, পশ্চিম ধানমন্ডির বি ব্লকের ৪ নং রোডের ২৬ নম্বর প্লটে নির্মাণাধীন বাড়ি, যার বর্তমান মূল্য প্রায় চার কোটি টাকা। (http://bit.ly/2rAbXnk)
এর আগে ২০১৫ সালে দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছিলো শিক্ষামন্ত্রী এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈ ওরফে ফেমাস বাড়ৈ। অনেকে হয়ত ভাবতে পারেন, শিক্ষামন্ত্রীর অধীনে তারমানে দুর্নীতি করলে ঠাই নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে ফেমাস বাড়ৈ কিন্তু প্রথমে দুর্নীতির দায়ে কট খায়নি। একদিন রাগবশত মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক (যুগ্ম-সচিব) মো. বিল্লাল হোসেনকে বেড়ধর পিটিয়েছিলো ফেমাস বাড়ৈ। আর তখনই অন্যান্য কর্মকর্তারা তার দুর্নীতি ঝুলি উন্মোচন করে দেয়। বাধ্য হয়ে তাকে বরখাস্ত করতে বাধ্য হয় মন্ত্রী। (http://bit.ly/2Dwz3AG)
বলাবাহুল্য, শিক্ষামন্ত্রী গত কিছুদিন আগে এক সভার তার মন্ত্রনালয়ের লোকজনকে সহনশীল মাত্রায় ঘুষ খাওয়ার পরামর্শ দেন, এবং নিজ মুখে স্বীকার করেন তিনি একজন চোর (ঘুষখোর)। (https://youtu.be/boUkUlikOkA)
যেহেতু প্রকাশ্য চুরির অভিযোগে তার এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈ ও পিও মোতালেব দুইজন পর পর ধরা খেলো, তার দায় কি কোনভাবেই শিক্ষামন্ত্রীর কাধে যায় না ? সাধারণত এসব পিও ও এপিএসরা দুর্নীতির সেতু হিসেবে কাজ করে। অর্থের যোগানদাতাদের কাছ থেকে এনেছে ১১ কোটি টাকা, শিক্ষামন্ত্রীকে দিয়েছে ১০ কোটি, নিজের পকেটে পুড়েছে ১ কোটি। সেই ১ কোটি টাকা মিলতে মিলতে শত কোটি টাকার মালিক বনে গিয়েছে পিও আর এপিএসরা। কিন্তু যে শিক্ষামন্ত্রীর হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশ পাঠিয়েছে, দেশে নামে-বেনামে সম্পত্তি করেছে তাকে কেন ধরা হবে না ?
পরপর দুইবার পিও এবং এপিএস দুর্নীতিতে ধরা খাওয়ার পর শিক্ষামন্ত্রী কিছুতেই দায় এড়াতে পারে না। অবিলম্বে স্বঘোষিত চোর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে তার সম্পদের হিসেব জনসম্মুক্ষে প্রকাশ করা হোক। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে যখন চোররা খেয়ে ফেলেছে, তখন জাতির ভাগ্যে কি আছে তা সৃষ্টিকর্তাই ভালো জানে ।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment