Sunday, January 14, 2018

মুসলমানদের চিন্তাধারাগুলো এক রৈখিক

আমি অনেক চিন্তা করে দেখেছি, মুসলমানদের চিন্তাধারাগুলো এক রৈখিক
কেউ যদি এক গিট্টু দেয়, তবে তারা হয়ত সর্বোচ্চ ধরতে পারবে,
কিন্তু গিট্টু যদি দুইটা দেয়, তবে অধিকাংশ মুসলমান সেটা ধরতে পারবে না।
বরং উল্টো ক্রিয়া করতে পারে।
জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে যারা দেশ বা বিশ্ব নিয়ন্ত্রণ করে,
তাদের অধিকাংশই ডবল স্ট্যান্ডার্ড, দ্বিমুখী আচরণ বা ডুয়েল রোল প্লে করে।
তারা দেখায় একটা, কিন্তু করে আরেকটা, এতে সাধারণ মানুষ ধোকা খায়।
আর এ পলিসিতে তারা খুব সহজেই সংখ্যাগরিষ্ঠ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে।
আন্তর্জাতিক ক্ষেত্রে কর্তৃত্ববাদীদের মধ্যে ইহুদী রকফেলার পরিবার অন্যতম।
এই পরিবারের একটি আন্তর্জাতিক এনজিও আছে, যার নাম Population Council ।
এ এনজিওটির মূল কাজ জনসংখ্যা নিয়ন্ত্রণ করা (বাংলাদেশেও এর শাখা আছে)।
যদিও এনজিওটি মানুষের মাঝে প্রচার করছে, তাদের মূল কাজ- “মানুষের জীবন উন্নয়ন করা এবং এইচআইভি ও এইডস বিষয়ক সচেতনা তৈরী করা। কিন্তু বাস্তবে তাদের কাজ ইহুদী ভিন্ন অন্য জাতিগুলোর জণসংখ্যা নিয়ণ্ত্রণ করা। অর্থাৎ সামনে দিয়ে প্রচার করছে একটি, কিন্তু করবে আরেকটি।
আপনারা প্রায় দেখেন- আমেরিকা আর উত্তর কোরিয়ার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উত্তর কোরিয়া প্রায় ঘোষণা দেয় আমেরিকাকে উড়িয়ে দেবে। আমেরিকাও তার প্রতিক্রিয়া দেখায়। কিন্তু উত্তর কোরিয়ার হুমকিকে পূজি করে আমেরিকা দক্ষিণ কোরিয়ায় ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়ে ফেলে, যা চীনের জন্য বিরাট হুমকি। অর্থাৎ কাজের কাজটি আমেরিকা ঠিক মত করে ফেলে।
গত কালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, দেওয়ানবাগীকে নিয়ে। আমি জানি, দেওয়ানবাগ অনেকের কাছে বিতর্কিত। কিন্তু ইচ্ছা করেই স্ট্যাটাসটা দিয়েছিলাম দেখতে চেয়েছিলাম, সূক্ষবিচারে মানুষ তার আবেগ ধরে রাখতে পারে কি না। অনেকেই মূল মেসেজটা ধরতে পেরেছে, আবার অনেকে পারেনি। আবেগের কাছে পরাজিত হয়েছে। লেখার মেসেজ ধরতে পারেনি। এখান থেকে একটা সাইকোলোজির সূত্র বেড়িয়ে আসে- আবেগ দিয়ে মানুষকে বিচার-বিবেচনা বোধ তুলে তাকে ডিরেইল করা সম্ভব। যেমন ধরুন- বাল্যবিয়ের প্রায় দেখা যায় আবেগী বিজ্ঞাপন তৈরী করা হচ্ছে। নারী জাতির উন্নয়নে বাল্যবিয়ে বন্ধ করা জরুরী বলে প্রচার করছে। কিন্তু বাল্যবিয়ে বন্ধের আড়ালে কাজ করছে তাদের অন্য পলিসি। একইরকম- ফ্লাইওভার-মেট্রোরেল। এগুলো দিয়ে প্রচার করছে একটি, কিন্তু বাস্তবে আন্তর্জাতিক সম্রাজ্যবাদীদের বিশেষ উদ্দেশ্য সেখানে সার্ভ হচ্ছে।
এ ধরনের বেশ কিছু পলিসি নিয়ে এখন থেকে লিখবো বলে চিন্তা করেছি। হোক বিতর্ক, তবুও লিখবো। এসব বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে আলোচনা নেই বললেই চলে।

===============================
আমার ব্যাকআপ পেইজ- 
Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-------------------------------------------------------------
আমার মূল পেইজ- 
Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

0 comments:

Post a Comment