Wednesday, January 17, 2018

সরস্বতী পূজা উপলক্ষে ন্যাশনাল ভার্সিটির পরীক্ষা বাতিল


সরস্বতী পূজার কারণে ২০১৭ সালের অনার্স ২য় বর্ষের ২২/১/২০১৮ তারিখের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যতদূর মনে পড়ে গত রোজার মাসে পরীক্ষা ও ক্লাস বাতিল করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ও টেকনিক্যাল কলেজগুলোর শিক্ষার্থীরা আন্দোলন করেছিলো। (http://bit.ly/2B9bKa3) কিন্তু কর্তৃপক্ষ তাতে কান দেয়নি। ২৭ রোজা পর্যন্ত পরীক্ষা ফেলেছিলো। বাধ্য হয়ে বুয়েটে ছাত্র ক্লাস বর্জন করে। সেখান থেকে তাদের শিক্ষা হয়নি।

উল্লেখ্য বাংলাদেশে যেমন অধিকাংশ মানুষ মুসলমান, তাই এখানে রমজান মাসে ছুটি পাওয়া স্বাভাবিক। আবার পশ্চিমবঙ্গে (যেখানে অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু) দূর্গা পূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ মাস ছুটি দেয় । (http://bit.ly/2mDWoFe)

২-৩% হিন্দুর ধর্মীয় অনুষ্ঠানের জন্য যদি ন্যাশনাল ভার্সিটির পরীক্ষা বাতিল করতে হয়, তবে ৯৫% মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য কেন পরীক্ষা-ক্লাস বাতিল করতে হবে না ?


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment