Thursday, June 18, 2020

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে- এই রোগ বায়ু বাহিত কোন রোগ না।

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে-
এই রোগ বায়ু বাহিত কোন রোগ না।

তারা আগে অবশ্য বলছিলো- বাতাসে এই জীবানু ১১ ঘণ্টা পর্যন্ত বেচে থাকে।
(https://bit.ly/2vUM1FP)
আর চীনাদের দাবী ছিলো- বাতাসের মাধ্যমে ছড়ায়।
(https://bit.ly/2vYR5sO)

লক্ষনীয় হইলো-

১) চীনারা বাতাসের মাধ্যমে ছড়ায় এমন দাবী করেই কিন্তু উহান-এ লক ডাউন দিছিলো। এবং তাদের থিউরী সবাই অনুসরণ করছিলো। যদিও সেটা অনুসরণ করে শীতল দেশগুলোর লাভ হয় নাই, বরং যা ক্ষতি হওয়ার তাই হইছে । কথা হইলো চীনাদের থিউরী যদি ভুল হয়, তবে সেই লক ডাউন কিভাবে অনুসরণ করা যায় ?

২) হু এর দাবী অনুসারে যদি বাতাসে না ছড়ায়, তবে শুধুমাত্র মাস্ক ব্যবহার আর হাত ধোয়াই এই রোগের জন্য যথেষ্ট। এর বাইরে এত লকডাউন-ফক ডাউন দেয়ার কোন মানেই হয় না।

উল্লেখ্য এর আগে দাবী করা হইছিলো, অধিক তাপমাত্রায় এই রোগ বিশাল ক্ষয়ক্ষতি করতে পারে, এখন আবার দাবী করা হচ্ছে, অধিক তাপমাত্রায় এই রোগ তেমন প্রভাব বিস্তার করতে পারে না। অথচ সেই ভুল তথ্যের উপর ভিত্তি করে সারা দেশকে আবদ্ধ করে বহু লোককে ইতিমধ্যে মেরে ফেলা হইছে এবং আরো হচ্ছে।
(https://tinyurl.com/sgx2tro)

Related Posts:

0 comments:

Post a Comment