Wednesday, March 6, 2019

সরকার কেন পুরান ঢাকার ৪শ’ বছরে গড়ে ওঠা দেশীয় শিল্পাঞ্চল ধ্বংস করতে চাচ্ছে ?

আমার কাছে মনে হয়েছে,  এর পেছনে মূল কারণ হলো, সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরীর সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে বিদেশী ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান করছে।  যেমন:
১) বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান”
(https://bit.ly/2HdaVDD)
২) অর্থনৈতিক অঞ্চলে থাই ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
(https://bit.ly/2UlOQqw)
৩) মরক্কোকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
(https://bit.ly/2NDAwqA)
৪) অর্থনৈতিক অঞ্চলে আরব আমিরাতের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর
(https://bit.ly/2GUE7A5)
৫) বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভিয়েতনামের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
(https://bit.ly/2NCH7BA)
৬) কানাডাকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান
(https://bit.ly/2C0i72w)
৭) বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে স্পেনের বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর
(https://bit.ly/2ExnPtw)
৮) অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের উদ্যোক্তাদের বিনিয়োগ আহ্বান
(https://bit.ly/2Uhcep3)
৯) বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান চীনা ব্যবসায়ীদের
(https://bit.ly/2NEzMBN)
১০) সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
(https://bit.ly/2VzTTnj)
১১) ফ্রান্সকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর
(https://bit.ly/2ND52B2)
১২) সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান
(https://bit.ly/2NDm16a)
১৩) যুক্তরাজ্যকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
(https://bit.ly/2C2B1pH)
১৪) ইইউ চাইলে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে –বাণিজ্যমন্ত্রী
(https://bit.ly/2IJX2iK)
১৫) মিরসরাইয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারত
(https://bit.ly/2GXvepw)

এখন বলতে পারেন, বিদেশীদের বিনিয়োগের সাথে বাংলাদেশের দেশীয় শিল্পকারখানা ধ্বংসের সম্পকটা কি ?

সম্পর্কটা হলো, বিদেশী বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে এমন কিছু পণদ্রব্য তৈরীতে ইনভেস্ট করবে, যে পণ্যদ্রব্যগুলো পুরান ঢাকায় লোকালি তৈরী হওয়া বিভিন্ন কারখানার উৎপাদন দ্বারা দেশের জন্য পর্যাপ্ত। পুরান ঢাকার কারখানাগুলো এত কম খরচে  ঐসব পণ্যদ্রব্য উৎপাদন করে যে, অর্থনৈতিক অঞ্চলে হিউজ ইনভেস্ট করে সেই সমপরিমাণ খরচ পোষানো সম্ভব নয়। তাই ব্যক্তি পর্যায়ে তৈরী হওয়া এইসব কারখানা বন্ধ না হলে বহুজাতির কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করতে সম্মত হচ্ছে না।  উদাহরণ স্বরূপ:
ক)  ইহুদী লুইস বার্জারের বহুজাতিক ‘বার্জার পেইন্টস’ মিরসরাই ও ফেনী অর্থনৈতিক জোনে ৩০ একর জমি বরাদ্দ পেয়েছে, তারা সেখানে কারখানা গড়ে তুলবে। (https://bit.ly/2VwTYbd)
স্বাভাবিকভাবে তারা তো চাইবে বাংলাদেশে তাদের যেন কোন প্রতিদ্বন্দ্বী না থাকে, না হলে তারা ইনভেস্ট করবে কিভাবে ?
পুরান ঢাকার যে কেমিকেল ব্যবসা হয়, সেই কেমিকেলের একটি বড় অংশ কিন্তু রং উৎপাদন করে। স্বল্পপূজিতে গড়ে ওঠা দেশীয় ব্যবসায়ীদের এই কারখানাগুলো কিন্তু বার্জার পেইন্টের একটি বড় প্রতিদ্বন্দ্বী।

খ) খবর: “অর্থনৈতিক অঞ্চলে ৫.৭৮ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব”
খবরের ভেতরে: “দেশের অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। চীন, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, সংযুক্ত আরব-আমিরাত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ৫ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এসব বিনিয়োগ দিয়ে মূলত স্টিল, বিদ্যুৎ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গার্মেন্ট এক্সেসরিজ, ইমারত সরাঞ্জম, রং এবং পেট্রো কেমিক্যাল পণ্যের কারখানা গড়ে তোলা হবে।”
(https://bit.ly/2GZYCLM)
লক্ষ করুন, শেষ লাইনে আছে: “কারখানা হবে, রং এবং পেট্রো কেমিকেল পণ্যের”, পুরান ঢাকায় এই কারখানাগুলো ‘দাহ্য’ ট্যাগ দিয়ে বেশি উচ্ছেদ হচ্ছে।

বিদেশী বহুজাতিক কোম্পানিগুলো তো হাওয়া খেয়ে ব্যবসা করে না, তারা ফিল্ড মার্কেট স্ট্যাডি, ফিজিবিলিটি স্টাডি করেই আসবে।  সরকার যখন তাদের কাছে ‘বিনিয়োগ’ চাবে, তখন তারা বলবে “তোমার দেশে আমার প্রতিদ্বন্দ্বী আছে পুরান ঢাকা এলাকায়, সেগুলো আগে বন্ধ করো, তাহলে আসবো, নয়ত আসবো না। ” এটা ঠিক পুরান ঢাকার লোকালি গড়ে ওঠা এসব ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, দেশের মানুষ কমমূল্যে পণ্য পাচ্ছে।  কিন্তু এতে সরকারের কি লাভ হচ্ছে ?
সরকার যদি বিদেশী বিনিয়োগ নিয়ে আসে, দেশে তাদের জন্য মার্কেট করে দিতে পারে, তবে তারা সরকারের কর্তাব্যক্তিদের মোটা অংকের কমিশন দেবে, দেশীয় ব্যবসায়ীরা তো আর সেটা দেবে না।  তাহলে সরকার কেন দেশীয় শিল্প কারখানা ধ্বংস করে বিদেশীদের আনবে না, আপনারাই বলুন ?

বি:দ্র: আমি গত ২ বছর ধরে বলে আসছি আপনারা ‘কর্পোরটোক্রেসি’ সম্পর্কে পড়ুন।  বাংলাদেশে এখন ‘কর্পোরেটোক্রেসি’র বাস্তব প্রয়োগ সরাসরি দেখা যাচ্ছে।

----------------------------------------------------------
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment