সময় টিভির খবরে কিন্তু কথাটা বেশ স্পষ্ট শোনা গেলো।
যে দিন প্রথম আগুন লেগেছিলো, তারপর কিন্তু আমি এ কথাটাই বলেছিলাম। কিন্তু অনেকেই আমার সাথে তর্ক করেছিলো।
আজকে ঐ গ্রুপটা কোথায় ?
যারা ফেসবুকে চিৎকার করেছিলো পুরান ঢাকার কেমিক্যাল সরানো নিয়ে ?
আজকে তো ‘কেমিক্যাল’ ‘কারখানা’ হয়ে গেলো।
তাদের জন্য আমার ধিক্কার,
যারা ফেসবুকে সুশীল সেজে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দিতে ষড়যন্ত্রকারীদের সাহায্য করে।
ঐ মূর্খদের কারণে দেশ আরো বড় ধরনের বিপর্যয়ে পড়বে, আমি তা বলে দিলাম, আপনারা সেভ করে রাখেন।
বিশেষ খবর: একটু আগে খবর পেলাম পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় অভিজানের কারণে চাপাইনবাবগঞ্জ ও নওগা জেলার চাল প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে প্যাকেটিং বন্ধ হয়ে গেছে। চালের মার্কেটে খুব শিঘ্রই এর প্রভাব পড়বে।
--------------------------
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment