আর এদিকে যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ চলছে, সে দিকে তাদের হুশ নাই। পুরান ঢাকায় বিষ্ফোরক কেমিকেলের বিরুদ্ধে অভিজানের কথা প্রথম বলা হলেও এখন পুরো বিষয়টি ষ্পষ্ট হয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে, যে কোন ধরনের ‘পর্দাথ’ হলেই গোডাউন ও কারখানা সিলগালা করা হবে। প্রকাশ্যে ঘোষণা দেয়া হচ্ছে, পুরান ঢাকা থেকে কারখানা অপসারণ করা হবে। বিদেশী ইনভেস্টের লোভ আর পর্যটন এলাকা তৈরীর জন্য পুরান ঢাকায় ৪০০ বছর ধরে গড়ে ওঠা দেশীয় শিল্পাঞ্চল ধ্বংস প্র্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা হলে বাংলাদেশে নতুন করে ৩-৪ কোটি লোক বেকার হয়ে পড়বে। ফলে বাংলাদেশ আফ্রিকার মত দরিদ্র ও অপরাধপ্রবণ হয়ে উঠবে।
পুরান ঢাকায় অভিজানের পূর্বে কথিত টাস্কফোর্সেকে তিনটি বিষয়টি পুরোপুরি স্পষ্ট করার দাবী তুলতে হবে:
১) পুরান ঢাকা কি আবাসিক এলাকা নাকি বাণিজ্যিক এলাকা ?
২) রাসায়নিক বলতে তারা কোন কোন মৌল বা যৌগ বুঝাচ্ছে তা স্পষ্ট করা ?
৩) গোডাউন কাকে বলে ? কত কেজি মালামাল রাখলে তা গোডাউন হিসেবে ধরা হবে ?
এ তিনটি বিষয় যদি স্পষ্ট না করা হয়, তবে অবশ্যই ধরে নিতে হবে, এ অভিজান বিষ্ফোরক রাসায়নিকের বিরুদ্ধে অভিজান নয়, এই অভিযান পুরান ঢাকায় ৪শ’ বছর ধরে গড়ে ওঠা দেশীয় শিল্পকে ধ্বংস এবং বেকারত্ব বৃদ্ধি করার অভিযান।
--------------------------
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment