বাংলাদেশে সপ্তাহ হিসেব করা হয় শনিবার থেকে শুক্রবার।
সে হিসেবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এর ঘোষণা “আগামী সপ্তাহ থেকে অবৈধ কেমিক্যাল কারখানায় অভিযান শুরু হবে”- এর দ্বারা বোঝা যায় এ সপ্তাহে কেমিকেল কারখানায় অভিজান হওয়ার কথা ছিলো।
গত সপ্তাহের মঙ্গলবারে নগর ভবনের সেমিনার রুমে আয়োজিত ‘ট্রেড লাইসেন্স নবায়ন ও কেমিক্যাল পল্লীতে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর’ শীর্ষক এক অনুষ্ঠানে ঐ কথা বলেছিলো দক্ষিণ মেয়র সাঈদ খোকন। গত সপ্তাহে খবরটা দেখে আমি চিন্তা করেছিলাম, বুড়িগঙ্গার তীরের পর এই অভিজান করতে গেলে প্রশাসনের বেশ বাধা আসবে।”
যাক গতকালকের দুর্ঘনটার পর পুরান ঢাকায় প্রশাসনের অভিজানের আর বাধা থাকবে না। এখন জন-সমর্থন আদায় করেই তবে পুরান ঢাকায় কেমিকেল কারখানায় অভিজান চালানো যাবে। কথা হলো, এই জন সমর্থন আদায়ের ঘটনাটি কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত তৈরী সেটাই খতিয়ে দেখা উচিত।
ছবির সূত্র: https://www.jagonews24.com/national/news/480931
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5 )
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/ )
------------------------------------------------------------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment