শালা কি বুঝে কাউন্টার টেরোরিজম কি ?
মনিরুল ফতোয়া দিছে, যে রবীন্দ্রসংগীত আর গাঞ্জা লালন চর্চা করে সে নাকি জঙ্গী হইতে পারে না। (https://bit.ly/2BuycxF)
হায়রে গোবেট, দুই বছর আগে কি হইছিলো, এত তাড়াতাড়ি ভুলে গেছি। তুই না কইছিলি, রবীন্দ্র সংগীত শিল্পী সাফি হলি আর্টিসান হালমাকারীদের পক্ষে ভয়েস দিয়ে ভিডিও ছাড়ছে সাফি। (https://bit.ly/2AhzM4n)
উল্লেখ্য, এই সাফি ছিলো ক্লওজাপ ওয়ান তারকা, রবীন্দ্র সংগীত গাইতো ও পছন্দ করতো। এমনকি সে রবীন্দ্র সংগীতের উপর পিএইচডিও করতে চাইছিলো। (https://bit.ly/2FOhiyu)
টাকলা মনিরুলের এই কাউন্টার টেরোরিজমের দায়িত্বে থাকার যোগ্যতা আছে বলে মনে হয় না। আমার তো এখন সন্দেহ হইতেছে, মনিরুলের সাথে হয়ত জঙ্গীদের কোন সংযোগ আছে, নয়ত সে এরকম আজগুবি কথা বলে কেন সাফির মত জঙ্গীদের লুকাইতে চাইতেছে ?
অবিলম্বে টাকলা মনিরুলকে কাউন্টার টেরোরিজমের দায়িত্ব থেকে বহিষ্কার করা হোক।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5 )
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/ )
------------------------------------------------------------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment