গত ৬ই মে ২০১৮তে বুড়িগঙ্গা তীরে সদরঘাটে ‘বায়তুন নাজাত জামে মসজিদ’ নামক একটি মসজিদ ভেঙ্গে দিতে গিযেছিলো প্রশাসনের লোকজন। এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে ভাঙ্গা শুরু করলেও পরবর্তীতে তারা কার্যক্রম স্থগিত করে। (https://bit.ly/2rmYtsf, https://youtu.be/ueHNacT0B9I)
বুড়িগঙ্গা তীরের মসজিদ ভাঙ্গার কার্যক্রম আজকের কার্যক্রম নয়। ২০১৬ সালের এপ্রিল মাসে বিষয়টি নিয়ে মিডিয়ায় বেশ লেখালেখি হয়েছিলো। তখন বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করে বেশ কিছু বিষয় জানতে পারি। বুড়িগঙ্গার তীরে মসজিদ ভাঙ্গার মূল উৎসে ছিলো আমেরিকাপন্থী কিছু লোক ও সংগঠন। এর মধ্যে সুলতানা কামাল চক্রবর্তী, রিজওয়ানা হাসান টাইপের কিছু চিহ্নিত মার্কিন এজেন্ট। এরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বেলা ইত্যাদি সংগঠনের নাম দিয়ে আড়াল থেকে কলকাঠি নাড়ে। উপর দিয়ে প্রচারণা চালায়, বুড়িগঙ্গা তীর দখলমুক্ত করতে হবে।
এরপর সরকারের সাথে তারা লিয়াজো করে। উল্লেখ্য এ বিষয়টি নিয়ন্ত্রণ করে নৌমন্ত্রনালয়ের আন্ডারে বিআইডব্লিউটিএ (অভ্যন্তরণী নৌ পরিবহন অথরিটি) বিভাগ। বলাবাহুল্য বাংলাদেশে যতগুলো দুর্নীতিগ্রস্থ সংস্থা আছে তার মধ্য সবচেয়ে দুর্নীতি আক্রান্ত সংস্থা মনে হয় নৌমন্ত্রনালয় আর তার অধিনস্ত এই বিআইডব্লিউটিএ। অবৈধ স্থাপনা ভাঙ্গার দাবি করা হলেও সরকারের পক্ষ থেকে বিষ্ময়করভাবে ২২টি মসজিদ ও ৩টি মাদ্রাসা লিস্ট প্রকাশ করা হয় এবং বলা হয় এগুলো আগে ভাঙ্গাতে হবে। নৌ পরিবহান মন্ত্রী শাহাজাহান, সুলতানা চক্রবর্তী ও রেজওয়ানা চৌধুরী বলে, “যারা নদী দখল করে মসজিদ বানায় তারা ‘এ প্রজন্মের রাজাকার’। (https://bit.ly/2JUmiP8)
২২টি মসজিদ ও ৩টি মাদ্রাসা হলো (লিস্টের ২০ নম্বর মসজিদটিতে আজকে হাত দেয়া হয়)
১. বায়তুল আমান জামে মসজিদ। বেড়িবাঁধের ভেতর নদীর দিকে একতলা বিল্ডিংয়ের মসজিদ
২. বাদামতলীর নবাববাড়ী ঘাটে রয়েছে চারতলা বায়তুল সালাম জামে মসজিদ।
৩. শ্যামবাজারে নদীর মধ্যে গড়ে উঠেছে ৩ তলা শ্যামবাজার জামে মসজিদ।
৪. সূত্রাপুরে নদীর তীরে গড়ে উঠেছে দোতলা ভবনের মসজিদে নূর মোহাম্মাদীয়া।
৫.কেরাণীগঞ্জে তিনতলা পাকা বিল্ডিংয়ের জিনজিরা ফেরিঘাট জামে মসজিদ
৬. কেরাণীগঞ্জের খোলামোড়া লঞ্চঘাটে একতলা খোলামোড়া ঘাট জামে মসজিদ
৭.কেরাণীগঞ্জের ফয়েজনগর শাহী জামে মসজিদ
৮. কেরাণীগঞ্জের মান্ডাইল জামে মসজিদ
৯. কেরাণীগঞ্জের জিনজিরার টিকাজোর জামে মসজিদ
১০. লালবাগের মুসলিমবাদ টাওয়ার জামে মসজিদ
১১.লালবাগের রসুলবাগে বাইতুর রহমান জামে মসজিদ
১২.লালবাগ কয়লাঘাটের তারা মসজিদ
১৩. লালবাগ কামরাঙ্গীরচর সরকার বাড়ীর আল-আকসা জামে মসজিদ
১৪.হাজারীবাগের খাজা বাবা ফরিদপুরী জামে মসজিদ
১৫.হাজারীবাগের চরকামরাঙ্গীর জান্নাতুল মাওয়া জামে মসজিদ
১৬.কামরাঙ্গীরচরের পাকাপুল আশ্রাফাবাদের বাইতুর নুর জামে মসজিদ
১৭.বাইতুল হোসনা জামে সমজিদ
১৮. দারুসসালামের গাবতলী বালুঘাট জামে মসজিদ
১৯.উত্তরা পশ্চিম পাড়া আব্দুল্লাহপুরের বায়তুন নূর জামে মসজিদ.
২০.বাকল্যান্ড বাঁধ রোডে সদর ঘাটে রয়েছে বায়তুন নাজাত জামে মসজিদ
২১.সূত্রাপুরে বুড়িগঙ্গার তীরে আরও রয়েছে উল্টিনগঞ্জ জামে মসজিদ।
২২.কেরাণীগঞ্জের জিনজিরায় টিনের ছাপড়া দেওয়া আপানগর ডকঘাট মসজিদ।
২. বাদামতলীর নবাববাড়ী ঘাটে রয়েছে চারতলা বায়তুল সালাম জামে মসজিদ।
৩. শ্যামবাজারে নদীর মধ্যে গড়ে উঠেছে ৩ তলা শ্যামবাজার জামে মসজিদ।
৪. সূত্রাপুরে নদীর তীরে গড়ে উঠেছে দোতলা ভবনের মসজিদে নূর মোহাম্মাদীয়া।
৫.কেরাণীগঞ্জে তিনতলা পাকা বিল্ডিংয়ের জিনজিরা ফেরিঘাট জামে মসজিদ
৬. কেরাণীগঞ্জের খোলামোড়া লঞ্চঘাটে একতলা খোলামোড়া ঘাট জামে মসজিদ
৭.কেরাণীগঞ্জের ফয়েজনগর শাহী জামে মসজিদ
৮. কেরাণীগঞ্জের মান্ডাইল জামে মসজিদ
৯. কেরাণীগঞ্জের জিনজিরার টিকাজোর জামে মসজিদ
১০. লালবাগের মুসলিমবাদ টাওয়ার জামে মসজিদ
১১.লালবাগের রসুলবাগে বাইতুর রহমান জামে মসজিদ
১২.লালবাগ কয়লাঘাটের তারা মসজিদ
১৩. লালবাগ কামরাঙ্গীরচর সরকার বাড়ীর আল-আকসা জামে মসজিদ
১৪.হাজারীবাগের খাজা বাবা ফরিদপুরী জামে মসজিদ
১৫.হাজারীবাগের চরকামরাঙ্গীর জান্নাতুল মাওয়া জামে মসজিদ
১৬.কামরাঙ্গীরচরের পাকাপুল আশ্রাফাবাদের বাইতুর নুর জামে মসজিদ
১৭.বাইতুল হোসনা জামে সমজিদ
১৮. দারুসসালামের গাবতলী বালুঘাট জামে মসজিদ
১৯.উত্তরা পশ্চিম পাড়া আব্দুল্লাহপুরের বায়তুন নূর জামে মসজিদ.
২০.বাকল্যান্ড বাঁধ রোডে সদর ঘাটে রয়েছে বায়তুন নাজাত জামে মসজিদ
২১.সূত্রাপুরে বুড়িগঙ্গার তীরে আরও রয়েছে উল্টিনগঞ্জ জামে মসজিদ।
২২.কেরাণীগঞ্জের জিনজিরায় টিনের ছাপড়া দেওয়া আপানগর ডকঘাট মসজিদ।
তিনটি মাদ্রাসা ও এতিমখানা হলো:
১. কামরাঙ্গীরচরের নিজামবাগের জামিয়া তালাবিয়া আশ্রাফুল উলুম মাদ্রাসা
২. কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ মাদ্রাসা পাড়ার নূর এতিমখানা
৩.সদরঘাট ছিন্নমূল এতিমখানা।
১. কামরাঙ্গীরচরের নিজামবাগের জামিয়া তালাবিয়া আশ্রাফুল উলুম মাদ্রাসা
২. কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ মাদ্রাসা পাড়ার নূর এতিমখানা
৩.সদরঘাট ছিন্নমূল এতিমখানা।
এই ঘটনার পর আমি স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করি। এবং ফিল্ডের তথ্যে বেড়িয়ে আসে ভিন্ন তথ্য, যা নিয়ে ২০১৬ সালের মাঝামাঝি সময় আমি বেশ কিছু রিপোর্ট করি।
প্রথম যে তথ্যটি বেড়িয়ে আসে, তাহলো নৌমন্ত্রনালয় তথা বিআইডব্লুউটিএ’র অবৈধ যোগসাজসে বুড়িগঙ্গার অভ্যন্তরে অনেক অবৈধ স্থাপনা করে গড়ে উঠেছে। মাইলের পর পর মাইল সে সব অবৈধ স্থাপনা, মার্কেট, আড়ৎ, বাজার। এগুলো বসানোর জন্য প্রত্যেক ব্যবসায়ীর থেকে টাকা নেয় বিআইডব্লুউটিএ এবং মাসিক ভিত্তিতেও টাকা উঠায়। এসব স্থাপনাই মূলত নদী দখল করে গড়ে উঠেছে, কিন্তু মসজিদ অনেক ভেতরে। কিন্তু অবৈধ স্থাপনার কথা বললে প্রথমে মসজিদের নাম আনা হচ্ছে, কিন্তু তাদের বানানো অবৈধ স্থাপনাগুলো নাম কেউ মুখে আনছে না।
(এ সম্পর্কে আমার দুটি লেখা:https://bit.ly/2HVkRzm, https://bit.ly/2HY1Hca)
(এ সম্পর্কে আমার দুটি লেখা:https://bit.ly/2HVkRzm, https://bit.ly/2HY1Hca)
এ বিষয়গুলো নিয়ে আমি ঐ সময় ধারাবাহিক রিপোর্ট করি:
১) বুড়িগঙ্গার তীরে ৪১ বছর পুরাতন শ্যাম বাজার জামে মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে নৌ মন্ত্রনালয় (https://bit.ly/2HVLw2Q)
২) বুড়িগঙ্গার তীরে ৭০ বছরের পুরাতন তারা মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে প্রশাসন (https://bit.ly/2HSGi8d)
৩) বুড়িগঙ্গা তীরের মসজিদ সরানোর সিদ্ধান্তে মুসল্লিদের ক্ষোভ (https://bit.ly/2rprT8i)
৪) বুড়িগঙ্গার তীরে ‘মান্দাইল জামে মসজিদ’ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে নৌ মন্ত্রনালয় (https://bit.ly/2HWrmlp)
৫) রাজধানীর কামরাঙ্গীরচরে ২টি মসজিদ ভেঙ্গে ফেলবে সরকার (https://bit.ly/2rnh5Zo)
১) বুড়িগঙ্গার তীরে ৪১ বছর পুরাতন শ্যাম বাজার জামে মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে নৌ মন্ত্রনালয় (https://bit.ly/2HVLw2Q)
২) বুড়িগঙ্গার তীরে ৭০ বছরের পুরাতন তারা মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে প্রশাসন (https://bit.ly/2HSGi8d)
৩) বুড়িগঙ্গা তীরের মসজিদ সরানোর সিদ্ধান্তে মুসল্লিদের ক্ষোভ (https://bit.ly/2rprT8i)
৪) বুড়িগঙ্গার তীরে ‘মান্দাইল জামে মসজিদ’ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে নৌ মন্ত্রনালয় (https://bit.ly/2HWrmlp)
৫) রাজধানীর কামরাঙ্গীরচরে ২টি মসজিদ ভেঙ্গে ফেলবে সরকার (https://bit.ly/2rnh5Zo)
এ সময় সরেজমিনে যে তথ্যগুলো বেড়িয়ে আসে-
ক) যে মসজিদগুলোকে সরকার ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে তা মোটেও সরকারিস্থানে নয়, বরং নিজস্ব ওয়াকফকৃত স্থানে। অধিকাংশের অবস্থান নদী তীর থেকে অনেক ভেতরে।
খ) অধিকাংশ মসজিদ ৪-৫ তলা, এসি, টাইলস করা। মসজিদগুলো প্রায় ৪০-৭০ বছর পুরাতন, জনগণের পক্ষ থেকে মসজিদগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট হয়েছে। মসজিদগুলো মোটেও নদী তীরে নির্মিত হয়নি, বরং নদী ভেঙ্গে মসজিদের কাছে এসে পড়েছে।
গ) মসজিদগুলো এতদিন সরকারী উদ্যোগেই পরিচালিত হচ্ছিলো, কিন্তু হঠাৎ করে মসজিদ ভাঙ্গার উদ্যোগ সত্যিই বিষ্ময়কর।
ঘ) সরেজমিনে দেখা যায়, মসজিদ নয়, বরং সরকার ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্যোগে হাজার হাজার অবৈধ স্থাপনা নদী দখল করে নির্মিত হয়েছে। কিন্তু সেগুলোকে কিছু না বলে শুধু মসজিদের দিকে টার্গেট করা হয়েছে।
ক) যে মসজিদগুলোকে সরকার ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে তা মোটেও সরকারিস্থানে নয়, বরং নিজস্ব ওয়াকফকৃত স্থানে। অধিকাংশের অবস্থান নদী তীর থেকে অনেক ভেতরে।
খ) অধিকাংশ মসজিদ ৪-৫ তলা, এসি, টাইলস করা। মসজিদগুলো প্রায় ৪০-৭০ বছর পুরাতন, জনগণের পক্ষ থেকে মসজিদগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট হয়েছে। মসজিদগুলো মোটেও নদী তীরে নির্মিত হয়নি, বরং নদী ভেঙ্গে মসজিদের কাছে এসে পড়েছে।
গ) মসজিদগুলো এতদিন সরকারী উদ্যোগেই পরিচালিত হচ্ছিলো, কিন্তু হঠাৎ করে মসজিদ ভাঙ্গার উদ্যোগ সত্যিই বিষ্ময়কর।
ঘ) সরেজমিনে দেখা যায়, মসজিদ নয়, বরং সরকার ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্যোগে হাজার হাজার অবৈধ স্থাপনা নদী দখল করে নির্মিত হয়েছে। কিন্তু সেগুলোকে কিছু না বলে শুধু মসজিদের দিকে টার্গেট করা হয়েছে।
আমার কথা হলো, নিজেদের দুর্নীতি ঢাকতে নৌমন্ত্রনালয় ও বিআইডব্লুউটিএ’র কোন কোন কর্মকর্তা এই ২২টি মসজিদকে অবৈধ হিসেবে নাম লিখিয়েছে তা খতিয়ে দেয়া জরুরী। কারণ এরা দুর্নীতি করবে আর সামনে টেনে আনবে ধর্মকে। মুসল্লীরা যখন মসজিদ বাচতে বুক পেতে দিবে, তখন বললে- মুসলমানদের কারণে অবৈধ স্থাপনা ভাঙ্গতে পারিনি। এই গোষ্ঠীটিকে চিহ্নিত করে ফাঁসি দেয়া দেয়া উচিত, কারণ এদের কারণে দেশজুড়ে তৈরী হয়েছে চরম অরাজক পরিস্থিতি।
আরো পড়তে পারেন:
- মসজিদ ভাঙ্গতে আসছে নতুন আইন : https://bit.ly/2HYcRxw
- ‘রাস্তা বানাতে হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত হবে না’- আশ্বস্ত করলেন ওবায়দুল কাদের (https://bit.ly/2rn33WA)
- রাজধানী হাতিরঝিল প্রকল্পে ভাঙ্গা হয়েছে ওয়াকফকৃত মসজিদ, রাস্তা বাকা করা হয়েছে মন্দিরের জন্য (https://bit.ly/2jxDHBZ)
- কামাল সরণী রাস্তা বানাতে ভাঙ্গা হয়েছে ৫টি মসজিদ, ভাঙ্গা হয়নি গির্জা : https://bit.ly/2HW8lDX
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাতে ভাঙ্গা হবে ২১টি মসজিদ (https://bit.ly/2KGvBmP, https://bit.ly/2HY33DM)
- মসজিদ ভাঙ্গতে আসছে নতুন আইন : https://bit.ly/2HYcRxw
- ‘রাস্তা বানাতে হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত হবে না’- আশ্বস্ত করলেন ওবায়দুল কাদের (https://bit.ly/2rn33WA)
- রাজধানী হাতিরঝিল প্রকল্পে ভাঙ্গা হয়েছে ওয়াকফকৃত মসজিদ, রাস্তা বাকা করা হয়েছে মন্দিরের জন্য (https://bit.ly/2jxDHBZ)
- কামাল সরণী রাস্তা বানাতে ভাঙ্গা হয়েছে ৫টি মসজিদ, ভাঙ্গা হয়নি গির্জা : https://bit.ly/2HW8lDX
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাতে ভাঙ্গা হবে ২১টি মসজিদ (https://bit.ly/2KGvBmP, https://bit.ly/2HY33DM)
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment