Wednesday, May 9, 2018

মেয়র ব্যস্ত গিনেস বুকে নাম লেখাতে, আর পাবলিক মরছে কারেন্ট খেয়ে

মেয়র সাইদ খোকন চৈত্র সংক্রান্তির দিনে গিনেস বুকে নাম লেখানোর জন্য প্রোগ্রাম করেন,
ভ্যালেন্টাইন ডে’ দিন কারিনা কাপুরকে এনে কনসার্টের উদ্যোগ নেন,
বৈশাখের দিনে নিজে গান গেয়ে বৈশাখ উদযাপন করেন
কিন্তু মেয়রের কাজ কি শুধু বাদাইম্মা গিরি করা ?
শহরবাসী কেমন আছে, সে খবর কি মেয়রে সাইদ খোকনের আছে ?
ভিডিওটি গতকালকে পুরান ঢাকার ওয়ারী’র বনগ্রাম এলাকার। রাস্তায় জমে থাকা পানিতে কোনভাবে বিদ্যুৎ চলে আসায় পথচারীরা বিদ্যুতায়িত হয়। এ ঘটনায় একজন নিহত এবং অপর এক মহিলা গুরুতর আহত হন। শুধু রাজধানী ঢাকা নয়, ঝড়ের সময় বাংলাদেশের বিভিন্নস্থানে এভাবে বিদ্যুতের তার যত্রতত্র পড়ে আছে, যা মুহুর্তে কেড়ে নিতে পারে কারো জীবন। এই পরিস্থিতি নিরসনে সরকারের আলাদা কোন উদ্যোগ নেই।
সরকার উন্নয়নশীল দেশের খাতায় দেশের নাম লেখায়, প্র্রধানমন্ত্রী বিশেষ অবদান রাখার জন্য বিদেশ থেকে পুরষ্কার আনতে যান। কিন্তু সব কিছু বিদেশ থেকেই আসে, লেনা-দেনা সব বিদেশের সাথেই হয়, কিন্তু জনগণের ভাগ্যে কিছু জোটে না।
(ভিডিও সংগ্রহ: পুরান ঢাকার পেইজ থেকে)

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment