সংবিধানের ২৯/৩/ক ধারায় বলা আছে- “নাগরিকদের যে কোন অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁহাদের অনুকূলে বিশেষ বিধান-প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।” (https://bit.ly/2v76l5B)
সংবিধানে স্পষ্ট করে বলা আছে, ‘ নাগরিকদের অনগ্রসর অংশ’। এখানে কোন জাতিগোষ্ঠীকে নিদ্দির্ষ্ট করে দেয়া হয় নাই। এই অনগ্রসর অংশ শুধু উপজাতি নয়, বাঙালীও হইতে পারে। আবার অনেক উপজাতি এখন অগ্রসর হয়ে গেছে। পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন উচ্চ মহলে অবস্থান করতেছে। ব্যবসা-বাণিজ্য করে সমাজের ধনী শ্রেণী তারা। তাদের ছেলেপুলেরা এখন অনগ্রসর বলে বিবেচিত হবে কিভাবে ? তাদেরকে অনগ্রসর কোটায় চান্স দেয়া মানে, আরেকজন অনগ্রসরকে বঞ্চিত করা।
সংবিধানের ২৯/৩/ক ধারা দিয়ে মোটেও সরকারকে বাধ্য করা হয় নাই ‘অনগ্রসর অংশ’কে কোটা দিতে হবে। সরকারের ইচ্ছা হইলে দিতে পারে। কিন্তু সেই সুযোগ দেয়ার আগে রাষ্ট্রকে স্পেসিফাই করতে হবে ‘অনগ্রসর’ অংশটা কে ? এবং কেন সে অনগ্রসর ?
কারণ কোটাকে যেমন বৈষম্য মনে করে বাতিল করা হচ্ছে, ঠিক তেমনি অনগ্রসরের কথা বলে অগ্রসরকে কোটা দেয়াও এক ধরনের বৈষম্য বলে বিবেচিত হয়।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment