Sunday, April 1, 2018

ফ্রি-মেসন সদস্য রবীন্দ্রনাথ ঠাকুর

না এটা আমার কথা নয়। উইকিপিডিয়ায় ফ্রি-মেসন সদস্যদের লিস্টে T বর্ণের ৩ নম্বরে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর (rabindranath tagore) এর নাম (https://bit.ly/2nDpWFR)। উইকিপিডিয়া আবার এ তথ্যটি সংযুক্ত করেছে William R. Denslow এবং Harry S. Truman এর লেখা 10,000 Famous Freemasons from A to J Part One বইয়ের সূত্র ধরে। বইটি অ্যামজন থেকে কিনতে ক্লিক করুণ (https://amzn.to/2uypsVU)।
আমার ভাবতেই অবাক লাগছে, এক ফ্রি-মেসনারীর লেখা বাংলাদেশের জাতীয় সংগীত। প্রতিদিন সকাল বেলায় বাংলাদেশের স্কুল-মাদ্রাসার শিশুরা সেই ফ্রি-মেসনারীর গান গেয়ে তাদের জীবন শুরু করে। প্রত্যেক রাষ্ট্রীয় অনুষ্ঠানের শুরুতে ফ্রি-মেসনারীর গান দিয়ে শুরু হয়। আবার সেই ফ্রি-মেসনারীর লেখা গান শুনে আমাদের দেশপ্রেম জাগ্রত হয় এবং যে ফ্রি-মেসনারীর গান গাইতে অস্বীকার করে তাকে দেশদ্রোহী/রাজাকার/পাকি ফতওয়া দিয়ে হেনস্তা করি। সত্যিই অদ্ভূত ফ্রি-মেসনারী পূজারী আমরা।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment