Sunday, April 15, 2018

অসাম্প্রদায়িকতা যদি মুসলমানদের রক্ষা করতে পারতো, তবে ভারতীয় মুসলমানরা কেন আজ মার খায় ?


অসম্প্রদায়িকতা চর্চায় ভারতীয় মুসলমানরা অনেক এগিয়ে। ১৯৪৭-এ দেশ ভাগের সময় বাংলাদেশী মুসলমানরা যেখানে দাবী তুলেছিলো পৃথক মুসলিম ভূমির জন্য, সেখানে ভারতীয় মুসলমানরা হিন্দুদের ভাই ডেকে একই দেশে থাকতে চেয়েছে। গত ৭১ বছর ভারতীয় মুসলমানরা কম অসাম্প্রদায়িকতার চর্চা করেনি। উত্তর প্রদেশের গনেশ পূজার প্যান্ডেলগুলোর ৬০ থেকে ৭০ শতাংশ ডোনার হচ্ছে মুসলমানরা। সে দিক বিবেচনা করলে ধর্মনিরপেক্ষ চর্চার দিক থেকে ভারতীয় মুসলমান ধারে কাছে কেউ নেই।

কিন্তু এত এত অসম্প্রদায়িকতার চর্চা করে ভারতীয় মুসলমানরা আজ কি পেলো ? কেন স্বাধীনতার ৭১ বছর পরও তাদেরকে প্রমাণ করতে হয় তারা ঐ দেশের নাগরিক কি না ? কেন তাদের শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে সরকারীভাবে দেশ থেকে বের করে দেয়ার হুমকি দেয়া হয়? কেন সামান্য গরুর মাংশের জন্য তাদের পিটিয়ে মারা হয়, কেন কলিজা ছিড়ে নেয়া হয় ? কেন শিশু বাচ্চা ধর্ষণের হাত থেকে রক্ষা পায় না ? কেন সরকারীভাবে শুনতে হয়, মুসলিম থাকলে ভারতমাতা পরিপূর্ণ না।

আজকে বাংলাদেশকে নিয়ে অনেকে বলে- “অসাম্প্রদায়িক বাংলাদেশ মানে শান্তি।” আরো বলে, “দেশে শান্তি-সমৃদ্ধ আনার জন্য সকল মুসলমানকে মঙ্গল পূজা করতে হবে”, “মাদ্রাসার ছাত্রদের পেচার মূর্তি নিয়ে নাচানাচি করতে হবে।”

আমার কথা হলো, অসাম্প্রদায়িকতা চর্চায় যদি শান্তি আসতো হবে ভারতীয় মুসলমানদের ৭১ বছরের অসাম্প্রদায়িকতার চর্চার পরও কেন এত কঠিন অবস্থা ? কেন তাদের উপর এত বৈষম্য ? কেন তাদের নিকৃষ্ট চোখে দেখা হয় ? কেন তাদের বার বার হত্যা করা হয় ?

আমি হলফ করে বলতে পারি, ভারতীয় মুসলমানদের যেভাবে অন্য ধর্মের সংস্কৃতি দিয়ে প্রথমে মানসিকভাবে পঙ্গু করা হয়েছে, এরপর মারা হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশী মুসলমানদেরও আজকে মঙ্গলপূজা করিয়ে মানসিকভাবে পঙ্গু করে দেয়া হচ্ছে। আমি নিশ্চিত এখন যেভাবে ভারতে মুসলমানরা মার খাচ্ছে, খুব শিঘ্রই বাংলাদেশেও মুসলমানরা হিন্দুদের হাতে মার খাবে। শুধু দেখতে থাকুন।

#একদিন_স্কুল_মাদ্রাসায়_যাবো_না,
#একদিন_স্কুল_মাদ্রাসার_গেটে_তালা_মারবো,
#শিক্ষাপ্রতিষ্ঠানে_অমঙ্গল_পূজা_করানো_সংবিধানের_৪১_২_ধারা_বিরোধী


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment