বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে শেষে বলেছিলেন : “এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।”
ইনশাল্লাহ আরবী শব্দ। এ শব্দটির অর্থ কি কিংবা মুসলমানরা কেন তা ব্যবহার করে, সেটা সম্পর্কে এক মুসলিম বন্ধুকে জিজ্ঞেস করাতে ঐ মুসলিম বন্ধু জানালো: “মুসলমানরা আল্লাহ’র উপর আস্থা, বিশ্বাস ও ভরসা করে ইনশাল্লাহ শব্দ বলে। ইনশাল্লাহ অর্থ- ‘আল্লাহ যদি চায়’।” তারমানে ‘ইনশাল্লাহ’ শব্দটি ‘আল্লাহর উপর আস্থা ও ভরসা’ রাখার সমার্থক শব্দ।
আমার জানা মতে, আওয়ামী সরকার ২০১১ সালে সংবিধান থেকে ‘আল্লাহ’র উপর আস্থা ও বিশ্বাস শব্দগুলো বাদ দিছে। কারণ- এই শব্দটা নাকি মুক্তিযুদ্ধের চেতনার সাথে মিলে না।
এখন আমার কথা হলো- ‘আল্লাহ’র উপর আস্থা ও ভরসা’ শব্দগুলো যদি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয়, তবে বঙ্গবন্ধু কেন ৭ই মার্চের ভাষনে ‘ইনশাল্লাহ’ শব্দটি উচ্চারণ করলেন ?
তারমানে তিনি কি ঐ ভাষনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্য দিয়েছেন ?
আর যদি দিয়েই থাকেন, তবে ৭ই মার্চের ভাষনকে স্বাধীনতার ঘোষণা বলা হবে কোন যুক্তিতে ?
হয় সংবিধানে ‘আল্লাহ’র উপর আস্থা ও বিশ্বাস’ শব্দগুলো ফিরিয়ে আনা হোক।
অথবা বঙ্গবন্ধুর ভাষণকে স্বাধীনতার ঘোষণার ভাষণ হিসেবে বাদ দেয়া হোক।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment