Thursday, March 15, 2018

চিকেনস নেক, মুগরীর গলা বা শিলিগুড়ি করিডোরের নাম সবাই জানেন, যার দৈর্ঘ্য্ মাত্র ২১ কিলোমিটার।


চিকেনস নেক’র ভারতের অন্যতম দুর্বলতা ধরা হয়। ভারত কোন দেশের বিরুদ্ধে যাওয়ার পূর্বে তার চিকেনস নেকের কথা স্মরণ রাখে। চিকেনস নেকের এক পা বাংলাদেশের মাটিতে, অন্য পা নেপালের মাটিতে। স্বাভাবিক কথা হচ্ছে, বাংলাদেশ ও নেপালের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে, তবে চিকেনস নেক সুযোগ নেয়ার কথা চিন্তাও করতে পারে কেউ। বিশেষ করে নেপাল ও বাংলাদেশে চীনের বলয় বৃদ্ধি পাওয়ায় ভারতের চিকেনস নেক নিয়ে অবশ্যই চিন্তা থাকার কথা।

তবে এক্ষেত্রে একমাত্র সমাধান যদি নেপাল ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ করা যায়। যদি দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়, তবে চিকেনস নেক ব্লক করার কথা হয়ত কেউ চিন্তাও করবে না। ফলে অবধারিত নিরাপদ থাকবে ভারত।

নেপালে বাংলাদেশী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর একটি কথা আমার বার বার মনে হয়েছে, এর ঘটনা ঘটিয়ে নেপালের কি সুবিধা থাকতে পারে ? কারণ নেপালের পর্যটকদের একটি বিরাট অংশ বাংলাদেশ থেকে আগত, পাশাপাশি নেপালীদের একটা বড় অংশ বাংলাদেশে আসছে পড়ালেখা করার জন্য। ঐ বিমানে নেপালেরও বেশ কিছু ভবিষ্যত ডাক্তার ছিলো। বাংলাদেশের অনেক শিক্ষিত ব্যক্তি নেপালের সেমিনার-সিম্ফোজিয়াম করে দু’দেশের মধ্যে সু-সম্পর্কই রাখছিলো।

যদিও এ বিমান হামলা স্যাবোটেজ হয়, তবে এ ঘটনায় নেপাল ক্ষতিগ্রস্ত-ই হবে, লাভবান হবে না্ মোটেও। কিন্তু হিসেব মতে কেবল লাভবান হবে ভারত। কারণ দুই দেশের মধ্যে দ্বন্দ্ব লাগলে চিকেনস নেক থাকবে নিরাপদ। সে দিক বিবেচনা করলে, নেপাল এভিয়েশনের ভেতর ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক ঢুকে থাকা একদম অস্বাভাবিক নয়। কিন্তু নেপাল চক্ষু লজ্জায় সেটা কখনই প্রকাশ করতে পারবে না। কারণ নিজ দেশের পর্যটন সেক্টরের সুনাম নষ্টের ভয়ে বাংলাদেশের ক্যাপ্টেনকে দোষারোপ করা ছাড়া অন্য উপায় তার থাকছে না।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment