সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ইভেন্টগুলো যথেষ্ট বিতর্ক তৈরী করছে। অধিকাংশ মানুষ বলছে, এসব ইভেন্টের দ্বারা বাংলাদেশে সংস্কৃতির উপর আঘাত এবং তরুণ সমাজকে বিপথগামী করা হচ্ছে। যে কোম্পানিটি এসব ইভেন্টের আয়োজন করছে, তার নাম ইউনিলিভার বাংলাদেশ।
মূলত কোম্পানি তার পণ্যের বিজ্ঞাপন করার জন্য এসব ইভেন্টের আয়োজন করে এবং ইলেকট্রনিক মিডিয়াতে তার প্রচারণা চালায়। কিন্তু বাংলাদেশের সম্প্রচার ও বিজ্ঞাপন নীতিমালা অনুসারে এসব ইভেন্ট অবশ্যই আইনত অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। তাই বাংলাদেশের সচেতন মহলের উচিত হবে, কামরান বকরের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া, যেন এসব অপংস্কৃতিমূলক ইভেন্ট তারা পরিহার করে।
কামরান বকরের ঠিকানা:
Company Name: Unilever Bangladesh Limited (ubl)
Representative: Mr. Kamran Bakr
Designation: Chairman & Managing Director
Address: Z. N. Tower, Plot No. 2, Road No. 8 Gulshan-1, Dhaka-1212
Phone: 9888452
facebook id : https://www.facebook.com/
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
আদাব
ReplyDelete