প্রথম কথা হচ্ছে, সয়াবিন তেল ও সাদা চিনি কোনটাই বাংলাদেশী পন্য নয়। দুটো দক্ষিণ আমেরিকান রাষ্ট্র ব্রাজিল থেকে আমদানি করা হয়। সরকারী বা বেসরকারীভাবে প্রধানত এদেশটি থেকে এ খাদ্যপণ্য আমদানি করে। কখনও কখনও গমও আমাদানি করা হয় ব্রাজিল থেকে। (http://bit.ly/2G3l8yF)
এখন কথা হলো, ব্রাজিল থেকে আমদানি করলে সমস্যা কোথায় ?
সমস্যা হলো এই ফসলগুলো হচ্ছে জিএমও ফুড বা জেনেটিকাল মোডিফাইড ফুড।
যেমন, তথ্যসূত্র বলছে-
ব্রাজিলের মোট সয়াবিন উৎপাদনের ৯৬% হচ্ছে জিএমও (http://bit.ly/2nT61RK)
এবং
ব্রাজিলে এখন যে আখ চাষ হচ্ছে, তাও হচ্ছে জিএমও (http://reut.rs/2nVY6m0)
বাংলাদেশে এখন সম্ভবত সবচেয়ে বড় দুটি স্বাস্থ্য সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক ও ডায়বেটিস।
ব্রাজিলের জিএমও সয়াবিন তেল ও সাদা চিনি সেবন করিয়ে বাংলাদেশের মানুষের উপর জীবানু অস্ত্র প্রয়োগ হচ্ছে নাকি, তা খতিয়ে দেখা জরুরী।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------


0 comments:
Post a Comment