পোড়ামন-২ নামক একটা সিনেমায় পূজা চেরী রায় নামের এই মেয়েটাকে নায়িকা বানাইছে। মেয়েটার সার্টিফিকেট জন্মদিন ২০০৪ সালের ২০শে আগস্ট। সার্টিফিকেট অনুযায়ী এখন বয়স ১৩ বছর ৫ মাস। বাংলাদেশে ১৮ বছরের নিচে বিয়ে আইনত নিষিদ্ধ, কিন্তু ১৩ বছরের মেয়েকে নায়িকা বানিয়ে আবেদন তৈরী করা হচ্ছে । উল্লেখ্য এর আগে যৌথ প্রযোজনার মুভি ‘নূর জাহান’-এ ‘সোনা বন্ধু তুই আমারে’ গানে এ কিশোরী মেয়েটিকে দিয়ে এডাল্ট সিন তৈরী করা হয়েছিলো।
১৮ বছরের নিচে বিয়ে যদি নিষিদ্ধ হয়, তবে ১৮ বছরের আগে নায়িকা হওয়াও নিষিদ্ধ করা উচিত। ১৮ বছরের বয়সী মেয়ের বিয়ে বন্ধ করবেন, কিন্তু ১৩ বছরের মেয়েকে নিয়ে এডাল্ট সিন বানিয়ে সরকারের তথ্যমন্ত্রনালয় থেকে বৈধ সার্টিফিকেট দিয়ে উপভোগ করবেন, সেটাতো হবে না।
১৮ বছরের নিচে বিয়ে হলে যদি কাজী সাহেব, বাবা-মাকে জেলে দেয়া হয়, তবে ১৩ বছরের মেয়েকে নায়িকা বানানো এবং এডাল্ট সিন তৈরী এবং সেগুলোকে বৈধতা দেয়ার জন্য সিনেমার পরিচালক প্রযোজক, এফডিসির ডিজি এবং তথ্যমন্ত্রী ইনুর জেল হওয়া উচিত।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment