Sunday, January 14, 2018

ওরা অসাম্প্রদায়িকতার বুলি যতই আওড়াক, তাদের বোরখা বিদ্বেষ মুসলমান বিদ্বেষ তথা উগ্র সাম্প্রদায়িকতারই অংশ।


ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ডসহ অনেক রাষ্ট্রে মুসলমান মহিলাদের বোরখা বা নেকাব নিষিদ্ধ। তাদের দাবি, মুসলমান মহিলারা এসব পোষাক পরে সারা শরীর ঢেকে রাখে, সেটা নাকি নিরাপত্তার জন্য হুমকি।

অথচ শীতের দিনে ঐসব দেশের মহিলা-পুরুষ সবাই এমনভাবে শরীর ঢেকে রাখে যা বোরখার থেকেও আবদ্ধ। কিন্তু ঐ পোষাক তাদের কাছে হুমকি বলে মনে হয় না।

মজার ব্যাপার হচ্ছে, বোরকা নিষিদ্ধকারীদেশগুলো অধিকাংশ শীতপ্রধান অঞ্চলে এবং সেখানে অধিকাংশ মানুষ অমুসলিম। অর্থাৎ অমুসলিম মানুষগুলো বেশিরভাগ সময় শরীর ঢেকে রাখে শুধুমাত্র শীতের জন্য। সে হিসেবে গুটি কয়েক মুসলিম নারীর বোরখা তাদের জন্য কিছুই না। তারপরও সেটাই তাদের চুলকানির কারণ।

কিন্তু ওরা যখন বাংলাদেশে আসে তখন সাজে অসাম্প্রদায়িক ও মুক্তমনা। তারমানে বাস্তবতা হচ্ছে, ওরা অসাম্প্রদায়িকতার বুলি যতই আওড়াক, তাদের বোরখা বিদ্বেষ মুসলমান বিদ্বেষ তথা উগ্র সাম্প্রদায়িকতারই অংশ।



===============================
আমার ব্যাকআপ পেইজ- 
Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-------------------------------------------------------------
আমার মূল পেইজ- 
Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

0 comments:

Post a Comment