Friday, January 19, 2018

অবিলম্বে ছাদে ডিজে পার্টি বন্ধ করা হোক


বাংলাদেশে এখন বাড়ির ছাদে ডিজে একটা কালচার হয়ে দাড়িয়েছে,
গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, থার্টিফাস্টলাইট, গেট-টুগেদার, সাকরাইন, পহেলা বৈশাখ, ঈদ, পূজা নানান নাম দিয়ে বিভিন্ন বাড়ির ছাদে এই ডিজে পার্টির আয়োজন করা হয়। সন্ধা নাই, রাত নাই অবিরাম চলে এই পার্টি। রাত ৩টার সময় বাড়ির বিশাল ডেক সেট বাজিয়ে নেচে-গেয়ে এলাকা মাথায় তুলেছে তারা। হয়ত তাদের ধারণা রাত ৩টার সময় হয়ত পুরো এলাকায় তাদের সাথে নাচছে।
এসব অনৈতিকতাও যে মানুষের জন্য কষ্টদায়ক, সেটা বুঝাতে রাজধানী ঢাকার গোপীবাগের নাজিমুল ইসলাম নমের এক বৃদ্ধ। কিন্তু তাতেই ক্ষেপে গেছে ডিজে প্রজন্ম। পিটিয়ে হত্যা করেছে বৃদ্ধকে।
অবিলম্বের ছাদে এই ডিজে পার্টি বন্ধ হোক।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment