Saturday, December 29, 2018

ইশতেহার : ‘জেগে ওঠো বাংলাদেশ ২০১৮’

১. সংবিধান, আইন ও বিচার ব্যবস্থা১.১) সংবিধানে আল্লাহ’র উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।১.২) সংবিধানের রাষ্ট্রধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড আইন করতে হবে। রাষ্ট্রধর্মবিরোধী সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।১.৩) সংবিধানে...

বাচ্চাদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছে কে ? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থুক্কু আন্তর্জাতিক সম্রাজ্যবাদীরা

গত কয়েকদিন ধরে একটা খবর দেখছি, প্রাথমিকের শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার জন্য একটি উৎসব চালু করেছে সরকার, যার নাম বই উৎসব। সেখানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিচ্ছে এবং...

ব্লাউজের অর্থনীতি ও বাংলাদেশ

কয়েকদিন আগে এক চলচ্চিত্র অভিনেত্রী টকশোতে এসে আওয়ামী সরকার অর্থনীতির অনেক উন্নয়ন করেছে, এর উদাহরণ দিতে গিয়ে বলেছে, গ্রামের নারীরা আগে ব্লাউজ পড়তো না, এখন পরে। এই ব্লাউজ শেখ হাসিনার অবদান।”ব্লাউজ দিয়ে অর্থনীতিতে শেখ হাসিনার...

আপনারা যাই বলেন, আমি কিছুতেই এই গণতান্ত্রিক সিস্টেমটা পছন্দ করি না।

আজ থেকে ২৩শ’ বছর পূর্বে গণতন্ত্রকে মূর্খের শাসন বলে অ্যাখ্যায়িত করেছিলো প্লেটো।প্লোটো কোন দিক লক্ষ্য করে কথাটা বলেছিলো তা আমার জানা নাই,কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে যে জন প্রতিনিধি নির্বাচিত হয়, বাস্তবে সে সিস্টেমটাই মূর্খ ব্যক্তিকে সামনে নিয়ে আসে। ধরুন, দেশ বা রাষ্ট্র হচ্ছে একটা বড় কোম্পানি।কোম্পানি...

বাংলাদেশের মুসলমানরা যেহেতু বহুদলে বিভক্ত, তাই তারা কোন নেতাকে কেন্দ্র করে একত্রিত না হয়ে, একটা পলিসির উপর একত্রিত হোক, তাহলে দ্রুত কাজ হবে।

এক পোস্ট আগে আমি বলেছিলাম,বাংলাদেশের মুসলমানরা যেহেতু বহুদলে বিভক্ত, তাই তারা কোন নেতাকে কেন্দ্র করে একত্রিত না হয়ে, একটা পলিসির উপর একত্রিত হোক, তাহলে দ্রুত কাজ হবে। কোন ইসলামী রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু সেটা তাদের নিজস্ব ব্যাপার। আসলে বাংলাদেশের ক্ষেত্রে, দুটি প্রধান রাজনৈতিক দল অধিকাংশ স্থান...

মুসলমানরা এক হউন, নয়ত নির্যাতিত হতেই থাকবেন। কিন্তু মুসলিম হয়ে অমুসলিম প্রার্থীকে ভোট দিলে কখনই সেই লক্ষ্য সফল হবে না।

নির্বাচনী প্রচারণা যখন শুরু হয়, তখন এক উগ্রহিন্দু ফেসবুকে স্ট্যাটাস দেয়, “আওয়ামীলীগ-বিএনপি যেই হোক, হিন্দু প্রার্থীকে ভোট দেয়া চাই।”অর্থাৎ হিন্দুরা সংখ্যায় কম হওয়ায় তারা ভিন্ন পলিসি গ্রহণ করে, তারা কোন একদলকে সাপোর্ট...

“আপনার নির্বাচনের ইশতেহার অনেক ভালো, কিন্তু সেটা কেউ বাস্তবায়ন করবে না” “নির্বাচনে ইশতেহার দিলেন, কিন্তু আপনার মার্কা কোথায় ? কোন দল ?”

নির্বাচন উপলক্ষে ইশতেহার ভাবনা (https://bit.ly/2T39p9P) নিয়ে একটা পোস্ট দেয়ার পর, অনেকেই এ ধরনের মন্তব্য করেছেন। ভালো নির্বাচনী ইশতেহার কেউ বাস্তবায়ন করবে না কিংবা মার্কা ছাড়া ইশতেহার বাস্তবায়ন করা যায় না, আমি এ ধরনের ধারনার পক্ষে নই। আমি বিশ্বাস করি, নিজে নির্বাচনে না দাড়িয়েও গুরুত্বপূর্ণ ইশতেহার...

সম্রাজ্যবাদীদের প্রক্সিওয়ারে ব্যবহৃত জনগণ, ‘জনগণের পক্ষ’ তৈরী হবে কবে ?

প্রক্সিওয়্যার শব্দটার সাথে জনগণ পরিচিত নয়। যদিও জনগণ প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে প্রক্সিওয়্যারের মাধ্যমেই। ‘প্রক্সি’ শব্দের শাব্দিক অর্থ ‘অন্যের পরবর্তিরূপে কাজ করা’ বা ‘বদলি কাজ’, ওয়্যার শব্দের অর্থ ‘যুদ্ধ’। ছোট বেলায় ক্লাসে উপস্থিত না হয়ে বন্ধুদের বলতাম, ‘দোস্ত আমার হয়ে প্রক্সি দিয়ে দিস’ । মানে আমি...