Thursday, June 18, 2020

লকডাউন/শ্যাটডাউনের সাথে করোনা মহামারী হওয়ার কোন সম্পর্কই নাই

-লকডাউন তুলতে চান ?
লকডাউন উঠালে যদি করোনা পরিস্থিতি খারাপ হয়ে যায় ?
-তারমানে লকাডাউনের (আসলে শ্যাটডাউন) কারণে কি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ?
গ্রাফ তো বলছে যে অনুপাতে টেস্ট বেড়েছে, প্রায় সে অনুপাতেই রোগী সনাক্ত হয়েছে (আক্রান্ত নয়, বরং আক্রান্তদের মধ্য থেকে সনাক্ত),
আর মৃতের সংখ্যাও স্ট্যাবলই রয়েছে।
লকডাউন/শ্যাটডাউনের আগে যা ছিলো পরে প্রায় তাই আছে, খুব বেশি পার্থক্য হয় নাই।

যখন ইতালি, স্পেন, আমেরিকায় প্রচুর লোক মারা যেতে থাকলো, তখন আমি বলেছিলাম,
আপনারা শীতের দেশ (৩০ ডিগ্রি ল্যাটিচিউডের উপরে) গুলোর সাথে বাংলাদেশের তুলনা দিয়েন না,
নিচের দেশগুলোর সাথে তুলনা দেন, নিচের দেশগুলোতে করোনা যেমন হবে,
বাংলাদেশেও তেমন হবে।
এখন পর্যন্ত কিন্তু নিচের দেশগুলোর মতন করেই কিন্তু বাংলাদেশে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

কথা হলো- এই যে বাংলাদেশে যতটুকুই নিয়ন্ত্রণে আছে (মানে স্পেন-ইতালি-আমেরিকার মত মহামারী হয় নাই),
এর কৃতিত্ব কি লকডাউন/শ্যাটডাউনের ?
নাকি আবহাওয়া জনিত কারণে ?
৩০ ডিগ্রি ল্যাটিচিউডের নিচের দেশগুলোর আবহাওয়া অনুসারে যেমন হওয়ার কথা তেমনই তো হইছে।
৩০ ডিগ্রি ল্যাটিচিউডের উপরের দেশগুলো তো লকডাউন/শ্যাটডাউন দিয়েও তাদের মহামারী ঠেকাইতে পারে নাই।
তাহলে লকডাউন/শ্যাটডাউনের কৃতিত্ব কোথায় ?
বাংলাদেশে যতটুকু নিয়ন্ত্রণে আছে (মহামারী হয় নাই) সেটা কৃতিত্ব আবহাওয়া জনিত কারণে,
লকডাউন/শ্যাটডাউনের না। যদি লকডাউন/শ্যাটডাউন দিয়ে মহামারী ঠেকানো যেতো তবে স্পেন/ইতালি/আমেরিকা তা আগে ঠেকাতে পারতো।

সোজা ভাষায়-
লকডাউন/শ্যাটডাউন তুললে পরিস্থিতি খারাপ হওয়ার প্রশ্নই আসে না, কারণ লকডাউন/শ্যাটডাউনের সাথে করোনা মহামারী হওয়ার কোন সম্পর্কই নাই।
কিন্তু তারপরও একটা বিশেষ শ্রেণী চোখ-মুখ বুজে অন্ধের মত লকডাউনের পক্ষে বলেই চলেছে।
আশ্চর্য এদের চিন্তাধারা ! আশ্চর্য এদের মূর্খতা !

0 comments:

Post a Comment