Thursday, June 18, 2020

চাদ পৃথিবীর কোন এলাকায় কবে যাবে (দৃশ্যমান হবে), এটা নিয়ে কিন্তু অনেক ওয়েবসাইট আছে

আজকাল অনেক ওয়েবসাইটেই ঘূর্ণিঝড় কোন কোন রাস্তায় যাবে, তার গতিপথ দেখা যায়। তেমনি চাদ পৃথিবীর কোন এলাকায় কবে যাবে (দৃশ্যমান হবে), এটা নিয়ে কিন্তু অনেক ওয়েবসাইট আছে।

সেখানে ম্যাপে দেখা যায়, কোন এলাকায় কবে চাদ দৃশ্যমান হতে পারে, কিভাবে দৃশ্যমান হবে তার সম্ভাব্য বর্ণনা। সেটা দেখেও আপনি কিছু ধারণা করতে পারেন, আসলে চাদটা কোথায় আছে?
এ রকম একটি ওয়েবসাইট হলো- https://www.moonsighting.com/

এই ওয়েবসাইটে আগামীকাল শনিবার চাদ কোন কোন এলাকায় দৃশ্যমান হবে তার সম্ভাব্য একটা দিক নির্দেশনা দিয়েছে। যেমন-
১) হলুদ কালার দিয়ে যে অংশটায় নিউমুন থাকবে (যার বাংলা অর্থ আমাবস্যা)।
২) সবুজ কালার দিয়ে বুঝাইছে শনিবার সে অংশটায় খালি চোখে চাদ দেখা যাবে।
৩) আকাশী কালার দিয়ে বুঝাইছে, শনিবার অনেকগুলো শর্ত যদি মিলে যায়, তবে ম্যাপের সে অংশে দেখা যাইতেও পারে, আবার শর্তগুলো না মিললে দেখা নাও যাইতে পারে।
৪) ধূসর কালার দিয়ে বুঝাইছে, শনিবার ঐ অংশটায় চাদ খুজতে বিশেষ দূরবিক্ষণ যন্ত্রের সাহায্য লাগবে। খালি চোখে দেখা যাবে না।
৫) লাল রং দিয়ে বুঝাইছে, শনিবার ঐ অংশটুকুতে চাদ বিশেষ দূরবিক্ষণ যন্ত্র দিয়েই দেখতে হবে।

আমার মনে হয়, এটুকু ধারণা রাখলে চাদের অবস্থান সম্পর্কে অনেক কিছুই আপনারা আগে থেকে সম্ভব্য ধারণা করতে পারেন।

1 comment:

  1. Lucky Club: Bet on UK Casino Site | LuckyClub
    Lucky Club is an online casino that offers a wide variety of games such as Roulette, Blackjack, Baccarat, Baccarat, luckyclub Roulette and Video Poker.

    ReplyDelete