Friday, October 19, 2018

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরের জন্য দেড় বিঘা জমি মুসলমানদের থেকে কেরে নিয়ে হিন্দুদের দিয়েছেন

গত ১৫ অক্টোবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরের জন্য দেড় বিঘা জমি দিয়েছেন বলে খবরে এসেছে। এ বিষয়টি নিয়ে গত মার্চে ঢাকা রিপোর্টাস ইউনিটে একটি সংবাদ সম্মেলন করে ভূক্তভোগী মুসলমানরা, যাদের জমি হিন্দুরা কেড়ে নিতে চাইছে। আমি সেই সময় বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। শেখ হাসিনা গতকালকে মন্দিরে গিয়ে হিন্দুদের বলছে, “আমরা ইতোমধ্যেই সমস্যাটির সমাধান করে দিয়েছি। বাকি কাজ আপনাদের ওপর নির্ভর করবে।” (https://bit.ly/2yjL2gu)
এই কথাটা কিন্তু নতুন নয়, এর আগেও শেখ হাসিনা একই কথা বলেছিলেন। বলেছিলেন, জমি দিয়েছি, কিন্তু হিন্দুদের কিনে নিতে হবে। কারণ জমির প্রকৃত মালিক হিন্দুরা নয়, মুসলমানরা। কিন্তু বাংলাদেশের হিন্দুরা সেই জমি কিনে নিতে আগ্রহী নয়, তারা এই জমি দেখিয়ে হিন্দুদের থেকে চাঁদাও তুলে (http://bit.ly/2HrFouw), কিন্তু সেই টাকা মুসলমানদের দিতে আগ্রহী নয়। তারা ভারতের ভয় দেখিয়ে জোর করে ঢাকেশ্বরী মন্দিরের জমি জবর দখল করতে চায়, মুসলমানদের উচ্ছেদ করতে চায়। এই যদি হয় বাংলাদেশের হিন্দুদের অবস্থা, তবে তারা এদেশের মুসলমানদের সহানুভূতি কিভাবে পেতে পারে ?

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment