Wednesday, May 30, 2018

নিপাহ ভাইরাসের কারণে অনেক রাষ্ট্রই ভারতীয় সবজী ও ফলমূল নিষিদ্ধ করেছে। অথচ বাংলাদেশে দেদারসে ঢুকছে ভারতীয় ফলমূল, পেয়াজ, রসুনসহ অনেক পণ্য


আল জাজিরা’র প্রতিবেদন, ভারতে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে দেখুন, ভারতীয়রাই বলছে, তারা ভারতের ফলমূল খাচ্ছে না, ফলে ভারতে ফলমূলের দাম ইতিমধ্যে অর্ধেক দামে নেমে এসেছে। এরই মধ্যে আরব আমিরাত, বাহরাইনসহ অনেক রাষ্ট্র ভারতীয় সবজী ও ফলমূল নিষিদ্ধ করেছে। অথচ বাংলাদেশে দেদারসে ঢুকছে ভারতীয় ফলমূল, পেয়াজ, রসুনসহ অনেক পণ্য। এইসব রোগবাহী পন্য যে খুব শিঘ্রই বাংলাদেশে ঢুকবে তাতে কোন সন্দেহ নাই। অথচ বাংলাদেশী মিডিয়া এখনও ভারতীয় পণ্যের হুমকি নিয়ে কোন নিউজ করছে না। প্রশাসনও এই ব্যাপারে একদম চুপ, ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি হুমকির মধ্যে থাকলেও কোন সতর্কতাই জারি হয়নি।
এদিকে জনগণ ব্যস্ত রয়েছে বিশ্বকাপ ফুটবল মানে কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা নিয়ে, তাই তাদেরকে এখন ডিস্ট্রার্ব করা যাচ্ছে না।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment