Wednesday, May 30, 2018

ভারতে নিপাহ ভাইরাস মহামারি : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা


ভারতীয় সবজী ও ফলমূল নিষিদ্ধ করলো বাহরাইন ও আরব আমিরাত
বাংলাদেশে ভারতীয় পণ্য নিষিদ্ধ হবে কবে ?
আপনাদের মনে থাকার কথা, আমি মাত্র ৫ দিন আগে আপনাদের সতর্ক করেছিলাম। বলেছিলাম ভারত থেকে যে কোন মহামারি রোগ বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে (https://bit.ly/2kyE1kv)।
হয়ত আমার কথা কেউ বিশ্বাস করেছিলেন, আবার কেউ বিশ্বাস করেননি। কিন্তু আমার সেই সতর্কতা শতভাগ প্রমাণ করে মাত্র ৫ দিনের মধ্যে বিশ্বজুড়ে ভারতীয় পন্য বর্জনের ডাক উঠেছে।

গত কয়েকদিনের খবরগুলো পড়ুন-
১) ভারতে নিপাহ ভাইরাস (https://bit.ly/2H29jJf)

২) নিপাহ ভাইরাস: কেরালায় একই পরিবারের ৪ জনের মৃত্যু (https://bit.ly/2sptueS
)
৩) ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, ১৩ জনের মৃত্যু (https://bit.ly/2IYRCQV

৪) নিপাহ ভাইরাসের প্রতিষেধক না থাকায় আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি ৭০ ভাগ (https://bit.ly/2L6fFJX
)
৫)মহামারী আকারে ছড়াতে পারে ভারতের নিপাহ ভাইরাস: ডব্লিউএইচও (https://bit.ly/2H3Jqsp
)
৬) ভারতে নিপাহ ভাইরাস, দক্ষিণের পাশাপাশি উত্তরেও আতঙ্ক (https://bit.ly/2L2RWKT)

৭) কেরালা থেকে কর্ণাটকের দিকে নিপাহ ভাইরাস (https://bit.ly/2sgUFsW
)
৮) থাবা বসাচ্ছে নিপাহ ভাইরাস, পশ্চিমবঙ্গে সতর্কতা (https://bit.ly/2sn1b0J
)
৯) নিপাহ ভাইরাস : ভারত থেকে ফল ও সবজী আমদানি নিষিদ্ধ করলো আরব আমিরাত (https://bit.ly/2shl7CU
)
১০) নিপাহ ভাইরাসের কারণে ভারতীয় ফল ও সবজী নিষিদ্ধ করলো বাহরাইন (https://bit.ly/2JcqKvQ
)
১১) নিপাহ মহামারি : ব্রেন ড্যামেজ রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে (https://bit.ly/2JlU17g
)
১২) ভারতীয় বিজ্ঞানীদের দোষারোপ : নিপাহ ভাইরাসে মৃত্যুর জন্য বাংলাদেশী ভাইরাস দায়ী (https://bit.ly/2svAPKb
)
আপনার লক্ষ্য করবেন, গতকয়েকদিন যাবত বাংলাদেশের প্রশাসন ও মিডিয়া দেশী বিভিন্ন পণ্যে ফর্মালিন বা ভেজাল ইত্যাদি নিয়ে বেশি লম্ফঝম্ফ করছে। বিষয়টি এক দৃষ্টিতে ভালো মনে হলেও ভিন্ন দৃষ্টিতে চিন্তা করলে সন্দেহ সৃষ্টি হয়। কারণ এমনও হতে পারে, প্রশাসন ও মিডিয়া ভারতীয় অর্থপুষ্ট হয়ে বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুড়াতে চাইছে। বিশ্বব্যাপী যেখানে ভারতীয় নিপাহ ভাইরাস নিয়ে উৎকণ্ঠা তৈরী হয়েছে, অনেক দেশ ভারতীয় পন্য নিষিদ্ধ করছে। অপরদিকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে ভারতীয় পন্য (ভারতীয় পেয়াজ, রসুন, আদা, চিনি, ডাল, মাছ, যে কোন ধরনের ভারতীয় ফলমূল, সুতা, পোষাক ইত্যাদি)। কিন্তু বাংলাদেশের মিডিয়া বা প্রশাসন নিপাহ ভাইরাস নিয়ে কোন সতর্কতা নেই এবং সেটা নিয়ে নিউজও করে না। উপরন্তু শুল্কমুক্ত সুবিধা দিয়ে ভারতীয় পন্য আরো আরো দ্রুত বিস্তার করা হচ্ছে।
বিষয়টি নিয়ে জনগণের উচিত জোরালো দাবি তোলা, যেন সরকার দ্রুত ভারতের সকল পণ্য আমদানি নিষিদ্ধ করে দেয়। নয়ত বাংলাদেশে নিপাহ ভাইরাস মহামারি তৈরী হলে চরম বিপদজনক পরিস্থিতি তৈরী হবে।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment