Tuesday, March 27, 2018

বাংলাদেশ যখন হিজরাদের হাতে


হিজরা’ শব্দটার ব্যবহারিক অর্থে বিশেষ মনুষ্য শ্রেণীকে বোঝালেও, পরিভাষিকভাবে ‘হিজরা’ শব্দটা কাপুরুষ বা প্রতিক্রিয়াহীন মানুষকে বোঝায়। যারা শত-সহস্র অন্যায় দেখলেও চুপ করে থাকে তাদের পরিভাষিকভাবে ‘হিজরা’ বলে।
আজকে মহান ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবস। এ দিনের মূল শিক্ষা ছিলো-দেশের বিরুদ্ধে অন্যায় দেখলে অস্ত্র হাতে ঝাপিয়ে পড়তে হবে”। কিন্তু সে শিক্ষা কি আদৌ মানুষ পাচ্ছে ? আজকের দিনের মূল প্রোগ্রাম- দেশের মানুষ এক সাথে রবীন্দ্রের লেখা জাতীয় সঙ্গীত পাঠ করবে।এই গানের মাধ্যমেই নাকি স্বাধীনতার চেতনা জাগ্রত হবে।
কিন্তু যে গানে স্বাধীনতার কথা নেই, মুক্তিযুদ্ধের কথা নেই, দেশকে কিভাবে রক্ষা করতে হবে সে কথা নেই। আছে- “ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো” টাইপের সুর দিয়ে জাতিকে কিভাবে ঘুম পাড়িয়ে রাখা যায়, ডিমোরালাইজ করা যায় সেই তত্ত্ব, সে গান গেয়ে জাতির স্বাধীনতার চেতনা জাগ্রত হবে কিভাবে ?
আমেরিকার জাতীয় সঙ্গীত শুনবেন, রনসঙ্গীত। ওদের জাতীয় সঙ্গীত শুনলে মনে হয় দেশের জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়ি, ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মধ্যে স্পষ্ট বলা আছে- শত্রুর মাথা কেটে নেয়ার নির্দেশ। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে আছে ঘুমিয়ে থাকার চেতনা, হিজরা হওয়ার চেতনা। জাতীয় সঙ্গীতের লেখক রবীন্দ্রের কথা বেশি বলতে চাই না। শুধু বলবো বিশিষ্ট পতিতা ব্যবসায়ী রবীন্দ্র’র কলকাতার ২৩৫-২৩৬ বউবাজার স্ট্রিটে ছিলো ৪৩টি বেশ্যাঘর, যার ভাড়া ১৪০ রুপি। সোনাগাছি পতিতাপল্লীতেও ছিলো দুইটি ঘর। সত্যি বলতে এই পতিতালয়ের চেতনা দিয়ে তো দেশের মানুষকে জাগ্রত করতে পারবেন না, বরং জাতিকে ডিমোরালাইজ করতে পারবেন।
ইতিমধ্যে এর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওমুক দেশ বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে, ওমুক দেশ সীমান্তে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, তমুক দেশ বাংলাদেশের সম্পদ লুটে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে মানুষের মধ্যে কোন চেতনা আসছে না। চেতনা আসছে, নাগিন ড্যান্স দেয়ার মধ্যে, চেতনা আসছে পিয়ার চোখ মারার মধ্যে, চেতনা আসছে ভ্যালেন্টাইন ডে কিংবা পহেলা বৈশাখে বাঘ-ভল্লুকের মূর্তি নিয়ে নাচানাচির মধ্যে। এটাই হচ্ছে, রবীন্দ্রের জাতীয় সঙ্গীতের প্রভাব, জাতিকে ডিমোরালাইজ বা হিজরা করার ফলাফল। তাই বলতে বাধা নেই, সত্যিই বাংলাদেশ এখন হিজরাদের হাতে।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment