Tuesday, April 2, 2019

“দেশ হবে সিঙ্গাপুর, লস অ্যাঞ্জেলস, প্যারিস, সুইজারল্যান্ড; থাকবে না কোন গরীব”


অভিজান : ‘অগ্নিস্নানে শুচি’
তারিখ: ৩০/০৩/২০১৯
স্পট: গুলশান-১ ডিএনসিসি সুপার মার্কেট
ভবিষ্যত : ‘ঢাকা সিটি ট্রেড’, ২০ তলা।
নির্মাণকারী প্রতিষ্ঠান : মেট্রো গ্রুপ
মন্তব্য: “দেশ হবে সিঙ্গাপুর, লস অ্যাঞ্জেলস, প্যারিস, সুইজারল্যান্ড; থাকবে না কোন গরীব”

বিস্তারিত: গুলশান-১ এর ডিএনসিসি সুপার মার্কেটের ৭ বিঘা জমির উপর বিরাট ২০ তলা বহুতল ভবন নির্মাণ করবে মেট্রোগ্রুপ।  ভবনের নাম হবে ‘ঢাকা সিটি ট্রেড’। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের সাথে অনেক আগেই চূক্তি হয়েছে।  এর আগে ফকিরন্নি দোকান সরাতে ২০১৭ সালের জানুয়ারীর শুরুতে উদ্যোগ নিয়েছিলেন মরহুম মেয়র আনিসুল ইসলাম। আগুন দিয়ে পরিষ্কার করেছিলেন বেশ খানিকটা। তবে সে সময় কাজটা শেষ হয়নি।  পরবর্তীতে তার অসুস্থতা ও মৃত্যু কাজ দীর্ঘদিন কাজ থামিয়ে থাকে। তবে নতুন মেয়র আতিকুল দায়িত্ব নেয়ার পর নতুন করে আনিসুলের রেখে যাওয়া কাজে হাত দিয়েছেন। আতিকুল বলছেন, “কোন কথা হবে না, হবে অ্যাকশন”।

বি: দ্র: ঢাকা ভার্সিটির পাশে নীলক্ষেতের শেষ অবস্থা কেউ বলতে পারবেন ? শেষ অবস্থা আমার জানা নাই। নীলক্ষেতের দোকান সরিয়ে সেখানে বিরাট বহুতল ভবন তৈরীর চূক্তি সেরেছিলো ফজলে নূর তাপস। তাদের কাছে কেউ তথ্য পৌছান, তাদেরকে সাবধান করেন। নয়ত যেকোন সময় তাদের এলাকাও সিঙ্গাপুর, লস অ্যাঞ্জেলস, প্য্যারিস, সুইজারল্যান্ড হওয়ার কাজ শুরু হতে পারে। নীলক্ষেত ঢাকার ছাত্র সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা। নীলক্ষেত না থাকলে ছাত্রদের ব্যয় অনেক বেড়ে যাবে। উল্লেখ্য আমি গত ২ মাসে যে লেখাগুলো লিখেছি, সেগুলো নিয়ে অনেকেই হয়ত তর্ক করেছেন। কিন্তু আমার অ্যানালাইসিস বলে সেটাই সম্ভবত দ্রুত ফলতে যাচ্ছে, সেই থাবায় হয়ত বাদ যাবেন না আপনিও ।

নিচের দুটি লেখার লিঙ্ক  সংযুক্ত করে দিলাম:
১) বুলডোজারে পরিষ্কার হয় কম, আগুনে বেশি (https://bit.ly/2OxZjgg)
২) ১ মাসে দেশের ৫৬টি গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক এলাকায় আগুন (https://bit.ly/2HKFW2U)

----------------------------------------------------------
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment