Sunday, April 29, 2018

জীবনের মূল্যবান সময়টাকে কেন অপচয় করেন ?

একটা মানুষ বাচে কত দিন ?
৫০, ৬০, ৭০ ?
পড়ালেখা করতে চলে যায় ২৫-২৬ বছর,
চাকুরী পেতে চলে যায় ৩০ বছর
বিয়ের টাকা জমাতে চলে যায় ৩৫ বছর ।
এরপর বিয়ে, ঘরসংসার, বাচ্চা-কাচ্চা হওয়া।
অথচ একটা পুরুষ বয়ঃপ্রাপ্ত হয় ১৫ বছর,
২০ বছর তাকে শারীরিক চাহিদা পুষে রাখতে হয়।
স্কুল-কলেজ-ভার্সিটিতে হাবিজাবি পড়িয়ে ২৫-২৬ বছর পার করে ।
কেউ কি বলতে পারবেন, কর্মক্ষেত্রে শিক্ষা জীবনের কতটি বিষয় কাজে লাগে ?
এত এত পরীক্ষা, এ্যাসাইন্টমেন্ট, ল্যাব, কিন্তু বাস্তব জীবনে এগুলো কতটুকু দরকার লাগে ?
আর যদি দরকারই না লাগে, তবে এত গুরুত্বপূর্ণ সময়গুলো অপচয় কেন ?
মানুষের জীবন তো একটাই, তাই না ?
এই যে অযথাই মানুষের সময়গুলো অপচয় করা হচ্ছে,
পড়ালেখার সিস্টেমটা কি আরো শর্ট করে আনা যায় না ?
১৮-২০ বছরে জরুরী পড়ালেখা শেষ, চাকুরী পাবে ২২ বছরে, সবগুছিয়ে বিয়ে করবে ২৫ বছরে।
আর যার সামর্থ আছে, সে সুযোগ পেলেই বিয়ে করে ফেলবে।
বিয়ের ব্যাপারটা গুরুত্ব দিচ্ছি, কারণ শিক্ষাক্ষেত্রে দেখে এসেছি সবাইকে।
পোলাপাইন শারীরিক কষ্টে একেকটা মানসিক রোগি হয়ে গেছে।
সারা দিন এসব আলোচনা, হাই হুতাশ। অনেকে তো সেই খেয়ালে পড়ালেখা মনযোগ দিতে পারে না।
হুশ হারিয়ে ফেলে।
এই আজকাল মোটিভেশনাল স্পিচ এত মার্কেট পেয়েছে তার কারণ কি ?
সত্য হলো অধিকাংশ পোলাপাইন সেক্সুয়াল ফ্রাস্টেটেড, আর কিছু না।
কিছু একটা উল্টাপাল্টা করতে গিয়ে পড়ালেখায় মনযোগ হারাইছে।
মনযোগ আনতে এখন মোটিভেশনাল স্পিচ নিচ্ছে।
আগে গ্রাম দেশে একটা কথা প্রচলিত ছিলো,
“বাদাইম্মা পোলারে বিয়া দাও, দেখবে সব ঠিক হইয়া যাইবো”।
দেখা যায়, সমাজ সংসারে মনোযোগ নাই, কিন্তু বিয়ের পর সংসার বাচ্চা নিয়ে বেশ দায়িত্বশীল হয়ে উঠেছে ছেলে-মেয়েটি।
আমার মনে হয়, যদি শিক্ষাব্যবস্থায় এমন পরিবর্তন আনা যায়,
মূল শিক্ষাটা আরো সংক্ষিপ্ত সময় লাগবে, প্রফেশনাল ক্ষেত্রে আরো কম বয়সে ঢুকতে পারবে।
একইসাথে বিয়ে সুবিধামত করতে পারবে, কোন ধরাবাধা থাকবে না,
তবে পুরো সমাজ ব্যবস্থায় আরো অনেক গতিশীলতা আনা সম্ভব।
আমি আবারও বলছি, বর্তমানে যে সমাজ ব্যবস্থা চালু আছে, তাতে শুধু কর্পোরেটদের স্বার্থই আদায় হবে, কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।
তাই যদি পুরো সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে চান, তবে নতুন করে চিন্তা করুন।
নিরপেক্ষ তরুণ সমাজকেই চিন্তা করতে হবে, আগামী সমাজ ব্যবস্থা কেমন হবে ?

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. হুম।বিয়ের ব্যাপারে সচেতন হওয়া উচিত।দ্বিমত করছি জীবন একটাই একথাতে।মৃত্যু পরবর্তী এক জীবন অবশ্যই রয়েছে। যে জীবন অনন্ত অসীম।

    ReplyDelete