Sunday, February 18, 2018

এই হলো নাস্তিক বুদ্ধিজীবিদের ‘আইএম জিপিএ ফাইভ’ অবস্থা


গণ্ডমূর্খ বললেও ভুল হবে কিন্তু মুসলমানদের ইতিহাস নিয়ে বইমেলায় বই বের করে ‘জিহাদ ও খেলাফতের সিলসিলা’। ভাবখানা এমন- দুনিয়ার সব জাইনা ফালাইছে, আসলে বাল’টাও ফালাইতে পারেনাই (দুঃখিত)।

তার দাবি, যারা হাদীস বানাইছে, তারা নাকি সাহিত্যিক ছিলো, মনের মাধুরী মিশায় নাকি হাদীস বানাইছে, যোগ বিয়োগ এডিট করে বানাইছে।

আমি ধর্মবেত্তা নই, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কিছুটা হলেও গবেষণা করেছি, হাদীস সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান নেয়ার চেষ্টা করেছি। হাদীস বর্ণণাকারীদের বলে রাবী। এই রাবীদের অনেক যোগ্যতা থাকতে হয়, এর মধ্যে একটি যোগ্যতা হলো ‘দাবত’। দাবত হলো- প্রাপ্ত হাদিস হ্রাস, বৃদ্ধি ও বিকৃতি ব্যতীত অপরের নিকট পৌঁছে দেওয়া। হাদীসে সাহিত্যিকের মত মনের মাধুরী মেশানো বা হ্রাস-বৃদ্ধি করার কোন সুযোগ নাই।

যাই হোক, পারভেজ গাঞ্জু হাদীস বানানোর (!)যে সূত্র আবিষ্কার করেছে, সেটা গাঞ্জায় কততম টান দেয়ার পর তার মনে উদ্ভব হইছে সেটাও বর্ণনা করলে ভালো হইতো।

স্ট্যাটাস লিঙ্ক : http://bit.ly/2BD2UFA,http://archive.is/pDfhy


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686

------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment