Thursday, June 18, 2020

যারা লক ডাউন চায়……….

--দুর্নীতিবাজ চিন্তা করে না সৎ কর্মকর্তার কি হবে ?
--যার জমানো টাকা আছে, সে চিন্তা করে না যার জমানো নাই তার কি হবে ?
--সরকারী চাকুরে চিন্তা করে না, বেসরকারী চাকুরের কি হবে ?
--মাস শেষে বেতন যার নিশ্চিত, সে চিন্তা করে না দিন মজুরের কি হবে ?
--ঘরে ল্যাপটপে বসে যার কাজ, সে চিন্তা করে না, রাস্তায় ঘুরে যার কাজ, তার কি হবে ?
--যার ঘরে বান্দা বুয়া আছে, সে চিন্তা করে না ফ্ল্যাট-বাড়িতে ছুটা বুয়া আসতে না দিলে কি হবে ?
--বাপের হোটেলে যে খায়, সে চিন্তা করে না বাপের টাকাটা কিভাবে আসবে ?
--৫ স্টার হোটলে যার খাওয়ার অভ্যাস, সে চিন্তা করে না চালের দাম কেজিতে ১০ টাকা বাড়লে গরীবের কি হবে ?
--যে বাড়িতে ৩ মাসের খাবার মজুদ করেছে, সে চিন্তা করে না যার ঘরে ৩ দিনের খাবার নাই, তার কি হবে ?

সবাই শুধু নিজের জন্য চিন্তা করে, লক ডাউন চায়।
কিন্তু সবার জন্য চিন্তা করে না। চিন্তা করে না, এভাবে সব বন্ধ হতে থাকলে সবার কি হবে ??

এই জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনার জন্য লক ডাউন প্রসঙ্গে বলেছে,
“আমি এক দিকে করোনা রুগি বাচাবো, অন্যদিকে আমার দেশের মানুষ না খেতে পেয়ে মারা যাবে।”

সত্যি বলতে, বাংলাদেশে দুই-চার জন অতি বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পুরো দেশজুড়ে যেভাবে মিডিয়া করোনা ভীতি তৈরী করেছে, পুরো দেশকে অবরূদ্ধ করে দিয়েছে, তাকে ১ জন করোনার মৃত্যুর বিপরীতে ১০০০ জন সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাবে নিশ্চিত।

করোনার অজুহাতে দেশের মানুষকে দুর্ভিক্ষে হত্যা করা কখনই গ্রহণযোগ্য হতে পারে না।
তাই অবিলম্বে সব কিছু খুলে দেয়া হোক।

0 comments:

Post a Comment