Friday, October 19, 2018

শালার পাকিদের ক্রিকেট খেলায় হারিয়ে দিয়েছি। আমরা ওদের থেকে শ্রেষ্ঠ। - দাড়ান ভাই....

-দিয়েছি শালার পাকিদের হারিয়ে।
-ভাই কিসে হারায় দিছেন ?
-ক্রিকেট খেলায় হারিয়ে দিযেছি। আমরা ওদের থেকে শ্রেষ্ঠ।
-দাড়ান ভাই, ক্রিকেট খেলায় জিতলেই কি অন্য দেশের তুলনায় শ্রেষ্ঠ হওয়ায় যায় ?
-আপনি কি বলতে চান ?
-আমি বলতে চাই, ক্রিকেট খেলা দিয়ে একটা দেশ শ্রেষ্ঠ না পেছনো তা প্রমাণিত হয় না। বরং একটা দেশ জ্ঞান, গবেষণা ও শক্তিতে কতটা এগিয়ে সেটা দিয়ে একটা দেশের মর্যাদা নির্ধারিত হয়। এ সম্পর্কে কি আপনার কোন ধারণা আছে ?
- ধুর বা০... পাকনামি বাদ দেন তো।
-আহ! হা ! এত অধৈর্য্ ই হচ্ছেন কেন ? একটু মনযোগ দিয়ে শুনুন। গবেষণা সেক্টরে ব্যয়ের জন্য আন্তর্জাতিকভাবে research and development (R&D) নামক যে তালিকা আছে তাকে পাকিস্তানের নাম ৪২ নম্বরে থাকলেও বাংলাদেশের নাম সেই লিস্টে এখনও উঠেই নাই। (https://bit.ly/2ORCVxL) যদি পারেন তবে বাংলাদেশের নাম R&D লিস্টে উঠায় দেখান। পারলে এই লিস্টে পাকিস্তানের সাথে প্রতিয়োগীতা করেন, ক্রিকেট খেলায় না।
এশিয়ার সবচেয়ে কম উদ্ভাবনী রাষ্ট্রের তালিকায়ও আছে বাংলাদেশ। সেখানেও পাকিস্তানের পেছনে আছে বাংলাদেশ (https://bit.ly/2xL8kvf)। পারলে ক্রিকেটে প্রতিযোগীতা না করে সেখানে প্রতিযোগীতা করেন।
পৃথিবীতে পরমাণু অস্ত্রের দিক থেকে ৬ষ্ঠ শক্তিশালী রাষ্ট্র পাকিস্তান। এক্ষেত্রে ইসরাইল ও ভারতের থেকেও এগিয়ে তারা। (https://bit.ly/1Ix4LnQ) পারলে পরমাণু অস্ত্রের নিজস্ব উদ্ভাবন দিয়ে পাকিস্তানের সাথে প্রতিযোগীতা করেন, ক্রিকেট দিয়ে না।
পাকিস্তান সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরী করেছে শাহীন-৩ মিসাইল, যার রেঞ্জ ২৭৫০ কিলোমিটার। আর বাংলাদেশ চীন থেকে নিয়ে এসেছে ‘এফএম ৯০’ যার রেঞ্জ মাত্র ১৫ কিলোমিটার। পারলে পাকিস্তানের থেকে বেশি রেঞ্জের মিসাইল বানায় দেখান, ক্রিকেট খেলায় না।”
ধরুণ,
একটা দুষ্টু সব দুষ্টুকে হারিয়ে দিয়েছে,
সেই অকাজ করা দুষ্টু কি নির্দেশ করবে ? উন্নয়ন বা অবনমন ?
আমি তো বলবো, এতদিন ‘খেলায়’ ভালো করে পাকিস্তান পিছিয়ে ছিলো, এখন বাংলাদেশ ক্রিকেটে জিতে গিয়ে নির্দেশ করছে বাংলাদেশে খারাপ হয়ে গেছে, খেলো বা অপ্রয়োজনীয় বস্তুতে বেশি মেতে উঠেছে ।
খেলাকে কেন্দ্র করে গালাগালি মারামারি শত্রুতা করাতো রাস্তার টোকাই শ্রেণীর কাজ।
যখন দেখবো, বাংলাদেশের মানুষ গবেষণা আর আবিষ্কারে পিছিয়ে পড়লে হা-হুতাশ করছে আর এগিয়ে গেলে উল্লাস করছে, তখন বুঝবো বাংলাদেশের মানুষ উন্নত হয়েছে। মনে রাখবেন, এখন যেসব শাসক সম্প্রাজ্যবাদীদের নেটওয়ার্কে চলে তারা চায় মানুষ ‘খেলা’ নামক আফিম নিয়ে মেতে থাকুক, সেসুযোগে তাদের দুর্নীতি করতে সুবিধা হবে।
আমি এমন একটি প্রজন্ম চাই,
যারা সম্রাজ্যবাদীদের বেধে দেয়া মানসিকতা থেকে বের হয়ে উল্টা চিন্তা করতে পারবে।
যারা গবেষনা আর আবিষ্কার নিয়ে প্রতিযোগীতা করবে, উল্লাস প্রকাশ করবে। ‘খেলা’ নিয়ে নয়।
তাদের দিয়ে গঠিত হবে ‘তৃতীয় শক্তি’। ঐ প্রজন্মের অপেক্ষায়...

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment